টাঙ্গাইলে হঠাৎ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে। গেল ২৪ ঘণ্টায় করোনায় পাঁচজন ও উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন। একই সময়ে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২১০ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় আবারও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া এই রোগের উপসর্গ নিয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনায় জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২৪ জনে।
এছাড়া নতুন করে ৮১৮ জনের নমুনা পরীক্ষায় ২১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে জেলায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২৫.৬৭ শতাংশে। আর জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৭১৪ জন। এদের মধ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ২৯৯ জন।
জেলা সিভিল সার্জন আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন জানান, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিরা টাঙ্গাইল জেনারেল হাসপাতাল চিকিৎসাধীন ছিলেন। এদের মধ্যে চারজন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ওয়ার্ডে ভর্তি ছিলেন। জেলায় করোনা ও উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই