রংপুর বিভাগে করোনা আক্রান্তের চেয়ে সুস্থতার হার বেড়েছে প্রায় আড়াইগুণ। গত ২৪ ঘণ্টায় ৭৮৬ জনের নমুনা পরীক্ষা করে ৯৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন আরও ২২৪ জন।
এছাড়াও করোনা আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রংপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও ও দিনাজপুরে একজন করে মারা গেছেন। এ নিয়ে রংপুর বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৮৭ জনে।
এর মধ্যে দিনাজপুরে ৩১৮ জন, রংপুরে ২৮০ জন, লালমনিরহাটে ৬৩ জন, ঠাকুরগাঁওয়ে ২৩৯ জন, নীলফামারীতে ৮৫ জন, পঞ্চগড়ে ৭৫ জন, কুড়িগ্রামে ৬৬ জন ও গাইবান্ধায় ৬১ জন মারা গেছেন। সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত বিভাগে মোট ২ লাখ ৫৪ হাজার ৪০৪ জনের নমুনা পরীক্ষা করে ৫২ হাজার ৯১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৪৬ হাজার ৯৭৩ জন।
আজ জেলা স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর