করোনা (কোভিড-১৯) মহামারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখার জন্য শিক্ষক ও স্কুলকর্মীদের অগ্রাধিকারভিত্তিতে টিকা দেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। জাতিসংঘের এই দুই সংস্থা আজ সোমবার এক বিবৃতিতে এমন আহ্বান জানায়।
বিবৃতিতে বলা হয়েছে, ‘গ্রীষ্মের ছুটির পর স্কুলগুলো আবার খুলতে যাচ্ছে। স্কুল খোলার পর শিক্ষার্থীদের ক্লাসরুমে উপস্থিত থাকার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এ কারণে স্কুলের শিক্ষক ও কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিতে হবে।’
করোনার ঝুঁকিতে থাকা লোকজনকে টিকা দেওয়ার বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে বিবৃতিতে।
সূত্র : এএফপি
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ