ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ম ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত দুই মাসের মধ্যে মমেক হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুর সংখ্যা এটিই সর্বনিন্ম।
আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, গতকাল বুধবার (সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে করোনায় মারা যান জামালপুর, শেরপুর ও নেত্রকোনার তিন বাসিন্দা।
তিনি আরও জানান, মমেক হাসপাতালের করোনা ইউনিটটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৪৭ জন। এর মধ্যে ১০ জন আইসিইউতে আছেন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ১০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।
এদিকে, জেলায় একদিনে ১০৫৮ জনের নমুনা পরীক্ষায় ১১৭ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ০৫ শতাংশ বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত