রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ভাঙ্গা থেকে মুন্সীগঞ্জের মাওয়া পর্যন্ত রেলওয়ের কাজ ৭১ শতাংশ সম্পন্ন হয়েছে। তবে আমাদের পরিকল্পনা রয়েছে পদ্মাসেতুর সড়ক যোগাযোগের সাথেই রেল পথ খুলে দেওয়ার। কোনও কারণে সেটা বিলম্ভ হলে আগামী ২০২২ সালের ১৬ ডিসেম্বর থেকে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল চলাচল শুরু হবে।
তবে সেতুর সাথে সংযুক্ত সকল কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানান মন্ত্রী।
তিনি মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় রেলযোগে মুন্সীগঞ্জ প্রান্তের লৌহজংয়ের কাজীর পাগলা থেকে পদ্মাসেতু পর্যন্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় রেলওয়ের বিভিন্ন বিভাগ ও সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কালাম