৬ ডিসেম্বর, ২০২১ ২২:৫২
জর্ডান

অক্সিজেনের অভাবে মৃত্যুতে ৫ স্বাস্থ্য কর্মকর্তাকে শাস্তি

অনলাইন ডেস্ক

অক্সিজেনের অভাবে মৃত্যুতে ৫ স্বাস্থ্য কর্মকর্তাকে শাস্তি

হাসপাতালের ফাইল ছবি

অক্সিজেনের ঘাটতির কারণে করোনায় আক্রান্ত দশজন রোগীর মৃত্যু হওয়ায় পাঁচ জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তাকে শাস্তি দিয়েছেন জর্ডানের একটি আদালত।

জর্ডানের পশ্চিমের শহর সাল্টের সরকারি হাসপাতালে গত মার্চে হঠাৎ অক্সিজেন সংকট দেখা দিলে ওই রোগীদের মৃত্যু ঘটে বলে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে। হাসপাতালটির রোগীদের অক্সিজেন সরবরাহ প্রায় এক ঘণ্টার মতো বন্ধ থাকে। অভিযুক্তরা সেসময় উপযুক্ত ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছিলেন।

সেই ঘটনার ফলশ্রুতিতে জর্ডানের বিভিন্ন শহরে সরকারবিরোধী প্রতিবাদ শুরু হয়েছিল। সেই সময় রাজনীতিবিদ ও অ্যাক্টিভিস্টরা দাবি করেন যে, রোগীদের এমন মৃত্যুর ঘটনা সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়ার ক্ষেত্রে অবহেলার বিষয়টি ফুটিয়ে তুলেছে।

দশ রোগীর মৃত্যুর ঘটনার পরপরই অবশ্য স্বাস্থ্যমন্ত্রী নাথির ওবিদাত পদত্যাগ করেন। পাশাপাশি জর্ডানের প্রধানমন্ত্রী বিশার আল খাসোনে এই ঘটনার দায় পুরোপুরি তার সরকারের বলে স্বীকার করে নেন।

স্বাস্থ্য কর্তৃপক্ষের এ ধরনের গাফিলতি ঠেকাতে এবং কর্মীদের প্রশিক্ষিত করতে সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েক কোটি টাকা খরচ করেছে জর্ডান।

সূত্র : ডয়চে ভেলে, রয়টার্স 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ


 

সর্বশেষ খবর