২৮ জানুয়ারি, ২০২২ ০০:১৭

কিশোরগঞ্জে আরও ১০৮ জনের করোনা শনাক্ত

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জে আরও ১০৮ জনের করোনা শনাক্ত

কিশোরগঞ্জে নতুন করে ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত) ৫৩৯ জনের নমুনা পরীক্ষা করে এ ফলাফল পাওয়া গেছে। 

এরমধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৪৮ জন, হোসেনপুরে ১০ জন, করিমগঞ্জে ৩ জন, তাড়াইলে ৩ জন, পাকুন্দিয়ায় ৫ জন, কটিয়াদীতে ১০ জন, কুলিয়ারচরে ৪ জন, ভৈরবে ১১ জন, নিকলীতে ১ জন, বাজিতপুরে ৯ জন ও ইটনায় ৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৬৭৯ জন। তবে এ সময়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। 

সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম বৃহস্পতিবার রাতে এ তথ্য জানিয়েছেন।

এদিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৯ জন, সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৪ জন এবং আইসিইউতে ভর্তি রয়েছেন ৬ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২১৫ জন।

সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত জেলায় মোট ১১ হাজার ৮০৮ জন সুস্থ হয়েছেন। বর্তমানে জেলায় সর্বেমোট আক্রান্ত রোগীর সংখ্যা ৬৫৬ জন। এরমধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ২৯৯ জন, হোসেনপুরে ২৭ জন, করিমগঞ্জে ২৫ জন, তাড়াইলে ৯ জন, পাকু্ন্দিয়ায় ২০ জন, কটিয়াদীতে ৫১ জন, কুলিয়ারচরে ২৯ জন, ভৈরবে ১২০ জন, নিকলীতে ৪ জন, বাজিতপুরে ৫৮ জন, ইটনায় ৫ জন, মিঠামইনে ৬ জন ও অষ্টগ্রামে ৩ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে হোম কোয়ারেন্টাইনে / আইসোলেশনে রয়েছেন ৬৪৮ জন। আর হাসপাতাল আইসোলেশনে ৮ জন রোগী রয়েছেন। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর