লালমনিরহাট শেখ কামাল স্টেডিয়ামে রূপালী ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে রূপালী ব্যাংক ১ম আন্তর্জাতিক মহিলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৮ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সিলেট প্রিন্সেস ৮ উইকেটে বিকেএসপিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। প্রথমে ব্যাট করে বিকেএসপি ৭৮ রান করে। জবাবে মাত্র ২ উইকেট হারিয়ে লৎ্য অর্জন করে সিলেট প্রিন্সেস। ম্যান অব দ্যা ম্যাচ হন বিজয়ী দলের অধিনায়ক জাহানারা আলম।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মো. আতাউর রহমান প্রধান। এ সময় তিনি বিজয়ী দলকে অভিনন্দন এবং আয়োজকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, সেদিন খুব বেশি দুরে নয় যেদিন বাংলাদেশের মেয়েরা বিশ্বকাপ জিতবে। রূপালী ব্যাংক প্রমিলা ক্রিকেটের উন্নয়নে সবসময় সহযোগিতা করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান, পুলিশ সুপার এস এম রশিদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল আলম সরকার, রূপালী ব্যাংক লিমিটেডের রংপুর ডিভিশনাল হেড মো: মজিবর রহমান, লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী শাহিন আকতার। এতে জেলা ক্রীড়া সংস্থা ও লালমনিরহাট ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন সহযোগিতা করেন।
বিডিপ্রতিদিন/ ই-জাহান