বিশ্বব্যাপী প্রতি হাজারে ৮-১০ টি শিশু হৃদরোগ নিয়ে জন্মগ্রহণ করে এবং অধিকাংশের বাবা-মায়েরা এ ব্যাপারে অজ্ঞ থাকেন। আমাদের দেশেও লাখ লাখ শিশু জন্মগতভাবেই হৃদরোগে আক্রান্ত হয়ে থাকে।
সম্প্রতি এ্যাপোলো হসপিটালস ঢাকার পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগে শিশু হৃদরোগের উপর একটি সচেতনতামূলক সেমিনার আয়োাজন কর হয়।
এ্যাপোলো হসপিটালস ঢাকায় স্বল্প মূল্যের প্যাকেজে আন্তর্জাতিক মানের সেবা ও অত্যাধুনিক মানের ইকো মেশিনের মাধ্যমে শিশুদের সকল ধরনের হৃদরোগে সনাক্ত করা হয়। রোগীর যোগাযোগের সুবিধায় এ্যাপোলো হসপিটালস ঢাকার পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের জন্য একটি ওয়েবসাইটও (www.drtaheranaznin.com) চালু করেছে।
সেমিনারে মূল বক্তা হিসেবে ছিলেন ডা: তাহরা নাজরিন, কনসালটেন্ট - ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজি। সেমিনারটি ফলপ্রসূ এবং তথ্যপূর্ণ ছিল। অনুষ্ঠানে ডা: রত্নদীপ্ত চাশকার-চিফ অপারেটিং অফিসার, ডাঃ আরিফ মাহমুদ-সিনিয়ার জেনারেল ম্যানেজার, মেডিকেল সার্ভিসেস সহ কার্ডিওলজি, প্যাডিয়াট্রিক্স এবং অন্যান্য বিভাগের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন মিডিয়া কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/ ই-জাহান