খাদ্য মানুষের মৌলিক অধিকার। তাই সবার জন্য নিরাপদ খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর নিরাপদ খাবারে লক্ষ্যেকে সামনে রেখে স্বপ্ন নিয়ে এলো তাদের সবজি এবং ফলের ব্র্যান্ড "শুদ্ধ"। ক্রেতাদেরকে সবচেয়ে নিরাপদ সবজি ও ফল কেনার অধিকার বুঝিয়ে দিবে স্বপ্নের সবজি ও ফলের ব্র্যান্ড "শুদ্ধ"।
সম্প্রতি একটি ব্র্যান্ড লঞ্চ অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করে স্বপ্নের সবজি ও ফলের ব্র্যান্ড "শুদ্ধ"। অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন স্বপ্নের নির্বাহী পরিচালক জনাব সাব্বির হাসান নাসির।
এছাড়াও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়নসংস্থা ইউএসএইডি এর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল বানডিক, চিফ অফ পার্টি (সিওপি), এগ্রিকালচারাল ভ্যালু চেইন, ইউএসআইডি, বানি আমিন, ডেপুটি চিফ অফ পার্টি (সিওপি), এগ্রিকালচারাল ভ্যালু চেইন, ইউএসআইডি, অনিরুদ্ধ হোম রয়, প্রাইভেট সেক্টর এডভাইসার, ইউএসআইডি, বাংলাদেশ, অভিলাস গড়হে, ফুড সেফটি কনসালটেন্ট, ফার্ম প্রোডিউস এন্ড ফুড প্রোসেসিং ইন্ডাস্ট্রি ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোহেল তানভির খান, বিজনেস ডিরেক্টর, স্বপ্ন, সাইফুল আলম, বিজনেস ডিরেক্টর, স্বপ্ন, আবু নাছের, অপারেশনস ডিরেক্টর, স্বপ্ন, শামসুদোহা শিমুল, চীফ অফ সেলস, স্বপ্ন সহ উভয় প্রতিষ্টানের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
বিডিপ্রতিদিন/ ই-জাহান