ফাস্টফুড বার্গার চেইন বার্গার কিং সম্প্রতি বাংলাদেশে তাদের সব আউটলেটে অন্তর্ভুক্ত করেছে চিইজি রাইস মিল। এই চিইজি রাইস মিলে থাকছে ভেলভেটি চিইজি সসে পরিবেশিত রাইস, টেন্ডার চিকেন ও ট্রপিকাল ফ্রেস সালাদ, যা খাবারে এনে দেয় এক অনন্য স্বাদ।
টিফিন বক্স লিমিটেডের হেড অব কমার্শিয়াল অপারেশন্স মাশরুফ আহমেদ বলেন, গ্রাহকদের পছন্দের কথা মাথায় রেখে বার্গার কিং স্ট্যান্ডার্ডে প্রস্তুতকৃত এই নতুন রাইস আইটেমটি মেন্যুতে অন্তর্ভুক্ত করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।
বার্গার কিংয়ের নতুন চিইজি রাইস মিলের মূল্য নির্ধারণ করা হয়েছে ২১৯ টাকা। বাংলাদেশের সব বার্গার কিংয়ের আউটলেটে এই আইটেমটি সীমিত সময়ের জন্য পাওয়া যাবে।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল, ২০১৮/ফারজানা