বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় এবং দেশের অন্যতম শীর্ষ আবাসন কোম্পানি রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছে।
বাংলা নববর্ষ উদযাপন উৎসবে রূপায়ণ হাউজিং এস্টেট লি.-এর প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা’কে তুলে ধরার লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষর করা হয়। এর মাধ্যমে গ্রাহকরা বিক্রয় ডট কম-এর মাধ্যমে রূপায়ণ সিটি উত্তরা থেকে ডুপ্লেক্স ও পেন্টহাউজ বুকিং দিলে, প্রত্যেক বুকিংয়ে ফ্রি পাবেন দুই লাখ টাকা সমমূল্যের হাতিল ফার্নিচার।
রূপায়ণ-এর ডুপ্লেক্স ও পেন্টহাউজ বুকিং দিলে গ্রাহকদের বিশেষ সুবিধা প্রদান এবং নতুন অ্যাপার্টমেন্ট সাজানো অনেক বেশি সহজ ও আনন্দময় করার লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষর করা হয়।
সম্প্রতি রাজধানীর উত্তরায় অবস্থিত রূপায়ণ গ্রুপ-এর রূপায়ণ সেন্টারে এই চুক্তি স্বাক্ষর করা হয়। অফারটি উপভোগ করা যাবে এ বছরের ৩০ এপ্রিল পর্যন্ত।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিক্রয় ডট কম-এর হেড অব ভেহিকেলস এন্ড প্রোপার্টি ইসা আবরার আহমেদ, হেড অব প্রোপার্টি ইমদাদুল হক মবিন, কী অ্যাকাউন্ট ম্যানেজার জুলকারনাইন চৌধুরী এবং রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আসাদ আর খান, ডিরেক্টর সেলস গৌতম তরফদার, রূপায়ণ গ্রুপ-এর হেড অব মার্কেটিং অমিত চক্রবর্ত্তী, মার্কেটিং বিভাগের এস কে তারিকুল ইসলাম ও মো. রবিউল ইসলাম।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল, ২০১৮/ফারজানা