পৃথিবীতে প্রতি মুহূর্তে কারো না কারো জীবন বাঁচানোর জন্য রক্তের প্রয়োজন হয়। সেই ব্যক্তি হতে পারেন আমার আত্মীয়, আপনার আত্মীয়, হয়ত আপনার-আমার কারো আত্মীয় নন কিন্তু অন্য কোন একজনের তো আপনজন। আপনার দেওয়া এক ব্যাগ রক্তই হয়ত বাঁচিয়ে দিতে পারে তার জীবন।
আর মানুষের জীবন বাঁচানোর এই মহান ব্রত নিয়ে এ্যাপোলো হসপিটালস ঢাকা এবার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজন করলো স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। এতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্বতস্ফূর্ত অংশগ্রহণ ছিলো এ উদ্যোগের মূল আকর্ষণ। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে রক্তদানকারী ছাত্র ছাত্রীদের মাঝে এ্যাপোলো হসপিটালস ফ্রি প্রিভিলেজ কার্ড বিতরণ করে যা ব্যাবহার করে সেই ছাত্র বা ছাত্রী বিনামূল্যে রক্ত নিতে পারবে এ্যাপোলোর ব্লাড ব্যাংক থেকে।
উক্ত কর্মসূচিতে এ্যাপোলোর মেডিকেল সার্ভিসেস ডিপার্টমেন্টের সিনিয়র জেনারেল ম্যানেজার ডাঃ আরিফ মাহমুদ, দুর্ঘটনা ও জরুরী বিভাগের রেজিস্ট্রার ও কো অর্ডিনেটর ডাঃ এ জেড এম আহসানউল্লাহ, ট্রান্সফিউসন মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডাঃ তামান্না আফরোজ এবং ব্যাবসা উন্নয়ন বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার আখতার জামিল আহমেদ উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/ ই-জাহান