ময়মনসিংহের নান্দাইলে চার কিলোমিটার সড়কজুড়ে দেশের সর্ববৃহৎ বৈশাখী আলপনা তৈরির উদ্যোগ গ্রহন করা হয়েছে। শুক্রবার নান্দাইলের ঘোষপালা আমলিতলা থেকে ঝালুয়া বাজার পর্যন্ত সড়কে এই আলপনা তৈরি হবে।
নান্দাইল পাইলট সরকারি বালিকা বিদ্যালয়ের আয়োজনে এই আলপনা তৈরিতে পৃষ্ঠাপোষকতা করছে দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান আরএফএল গ্রুপের রঙয়ের ব্র্যান্ড ‘রেইনবো’।
শুক্রবার সকালে আলপনা তৈরির এ উদ্যোগ উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্যা আনোয়ারুল আবেদিন খান। আলপনা তৈরিতে অংশ নেবেন নান্দাইল পাইলট সরকারি বালিকা বিদ্যালয়ের প্রায় ৬০০ শিক্ষার্থী।
জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান, রেইনবো পেইন্টস এর প্রধান পরিচালন কর্মকর্তা কামরুল হাসান, হেড অব মার্কেটিং ফাহিম হোসেন ও ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার নাজমুল আকন্দসহ স্থানীয় ব্যক্তিরা এসময় উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর