এডভোকেট গোলাম মোস্তফা মেমোরিয়াল সাউথ এশিয়ান ক্লাব টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপে শীর্ষস্থান অর্জন করেছে ভারতের বেঙ্গল ক্লাব। রানার্স আপ হয় নেপালের হুয়াই টিটি ক্লাব। ৩য় স্থান অর্জন করেছে বাংলাদেশের পাললিক গ্রুপ।
এডভোকেট গোলাম মোস্তফা মেমোরিয়াল ট্রাস্ট এর আয়োজনে এতে সহযোগিতা করেছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা।
সিজেকেএস জিমন্যাশিয়ামে ৯ এপ্রিল সমাপনী দিনে সকালে ১ম ম্যাচে ভারত ৩-০ সেটে নেপালকে, ২য় ম্যাচে বাংলাদেশ ৩-১ সেটে শ্রীলংকাকে এবং ৩য় ম্যাচে ভুটান ৩-২ সেটে মালদ্বীপকে, বিকালে ৪র্থ ম্যাচে নেপাল ৩-০ সেটে ভুটানকে, ৫ম ম্যাচে বাংলাদেশ ৩-০ সেটে মালদ্বীপকে এবং ৬ষ্ঠ ম্যাচে ভারত ৩-০ সেটে শ্রীলংকাকে পরাজিত করে।
বিডি প্রতিদিন/১৩ এপ্রিল, ২০১৮/ফারজানা