দেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্স সংস্থা নভোএয়ার সর্বনিম্ন ১ হাজার ৭৭৭ টাকা কক্সবাজার ও সর্বনিম্ন ২ হাজার ৯৯৯ টাকা কলকাতায় মাসিক কিস্তিতে পরিশোধের মাধ্যমে দুই রাত তিন দিন ভ্রমণের আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করেছে।
প্যাকেজের মধ্যে রয়েছে নভোএয়ারের টিকিট, হোটেল ভাড়া, বিমানবন্দর থেকে হোটেলে যাওয়া-আসার জন্য গাড়ি সুবিধা, সকালের নাশতাসহ অন্যান্য সুবিধাদি।
ভ্রমণপিপাসুরা মাসিক কিস্তিতে পরিশোধের মাধ্যমে এই প্যাকেজে ভ্রমণ করতে পারবেন। এই সুবিধা দিতে দেশের ১৮টি শীর্ষ বেসরকারি ব্যাংক এবং কক্সবাজারের ৮টি ও কলকাতার ৩টি পাঁচতারকা মানের হোটেলের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।
চুক্তি অনুযায়ী, ব্যাংকগুলোর সম্মানিত গ্রাহকরা বিনা সুদে ৬ মাসের সহজ কিস্তিতে পরিশোধের মাধ্যমে নভোএয়ারের এই প্যাকেজে ভ্রমণ করতে পারবেন।
এই প্যাকেজের মাধ্যমে নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, উইন্ডি ট্যারেস হোটেল, প্রাসাদ প্যারাডাইজ হোটেল অ্যান্ড রিসোর্ট, সিগাল হোটেল, হোটেল দি কক্স টুডে, লং বিচ হোটেল, সায়মন বিচ রিসোর্ট এবং রয়েল টিউলিপে থাকার সুবিধা রয়েছে।
এছাড়া কলকাতায় দি ওবেরয় গ্র্যান্ড, দি পিয়ারলেস ইন এবং হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালে থাকার সুবিধা রয়েছে।
নভোএয়ার বর্তমানে কক্সবাজারে প্রতিদিন ৪টি ও কলকাতায় ১টি করে ফ্লাইট পরিচালনা করছে। শীতকালীন সময়সূচিতে এসব রুটে ফ্লাইট বৃদ্ধির পরিকল্পনা করছে নভোএয়ার।
বিস্তারিত তথ্যের জন্য কল করুন: ১৩৬০৩ ভিজিট করুন (www.flynovoair.com/holidays)।
বিডি প্রতিদিন/এনায়েত করিম