এইচএমডি গ্লোবাল, হোম অব নকিয়া, বাংলাদেশে নকিয়া ৬.১ প্লাস আনুষ্ঠানিকভাবে বাজারে ছাড়লো। স্মার্ট স্টোরিটেলিং ফিচারের সঙ্গে এই ফোনে রয়েছে একটি বহুমাত্রিক ডিসপ্লে যার মাধ্যমে ভিডিও দেখা, বন্ধুদের সাথে মেসেজিং এবং যাবতীয় সোশ্যাল ফিড একসঙ্গে ব্যবহার করা যায়।
স্মার্টফোনের এই ভীড়ে এই ফোনটি আপনাকে স্বতন্ত্র করে নিজের গল্প বলতে সহায়তা করবে। এর মাধ্যমে নকিয়া ৬.১ প্লাস নকিয়া স্মার্টফোনের এন্ড্রয়েড ওয়ান পরিবারে সংযুক্ত হল। এই নতুন হ্যান্ডসেট উদ্বোধনের দিন থেকে প্রথম পাঁচদিন এক্সকুসিভলি গেজেট এন্ড গিয়ারে পাওয়া যাবে। এরপর থেকে দেশব্যাপী পাওয়া যাবে নকিয়া ৬.১ প্লাস।
রাজধানীতে সোমবার আনুষ্ঠানিকভাবে নকিয়া ৬.১ প্লাস হ্যান্ডসেটের লঞ্চিং অনুষ্ঠিত হয়। এইচএমডি গ্লোবাল বাংলাদেশের হেড অব বিজনেস ফারহান রশিদ ও গেজেট এন্ড গিয়ারের ম্যানেজিং ডিরেক্টর নূরে আলম শিমু এ সময় উপস্থিত ছিলেন।
এইচএমডি গ্লোবাল, প্যান এশিয়ার জেনারেল ম্যানেজার সন্দীপ গুপ্ত বলেছেন, “আমাদের পথ চলার শুরু থেকেই আমরা নকিয়া ব্যবহারকারীদের প্রত্যাশার দিকটি বিবেচনা করে অসাধারন সব ডিজাইন এবং কারিগরি দক্ষতা সম্পন্ন ফোন নিয়ে আসছি। যা কিনা আপনাকে আজকের দিনে আরো অনেক বেশি সুবিধা দিতে পারে। এছাড়াও নির্দিষ্ট ফোকাসের, নিরাপত্তা সম্বলিত এবং আপ টু ডেট এন্ড্রয়েড ফোন দিতে পারে। আপনারা নকিয়ার কাছে যেমনটা আশা করেন তেমনই অলস্ক্রিন ডিজাইনের সেরা মানের নকিয়া ৬.১ প্লাস নিয়ে আমরা এসেছি আজ। এন্ড্রয়েড ওয়ান পরিবারে সর্বাধুনিক চিপসেট নিয়ে এই ফোনের পারফরমেন্স হবে সকলের সেরা যেটা আপনি একটি প্রিমিয়াম স্মার্টফোন থেকেই পেতে পারেন।”
অল-স্ক্রিন ডিজাইন ও কর্মক্ষমতায় স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পন্ন :
স্মার্টফোনের সেরা মান নিয়ে তৈরি নকিয়া ৬.১ প্লাস এর ১৯ : ৯ অনুপাতের খাঁজের স্ক্রিন আপনাকে দিবে বড় স্ক্রিনের অভিজ্ঞতা। ৫.৮ ইঞ্চি ফুল এইচডি+, ১৯ : ৯ অনুপাতের সঙ্গে ৯৬ শতাংশ কালার গ্যামুটের জন্যে আপনাকে দেবে প্রানবন্ত দেখার অভিজ্ঞতা । দুর্দান্ত সব কনটেন্ট অভিজ্ঞতা উপভোগের জন্য পুরোপুরি সঠিক স্মার্টফোন হচ্ছে নকিয়া ৬.১ প্লাস। নকিয়া ৬.১ প্লাসটি আপনার হাতে সুন্দর অনুভূতির জন্য ফোনটির বিলাসবহুলভাবে বক্ররেখাযুক্ত পৃষ্ঠের সামনে কর্ণিং গরিলা গ্লাস রয়েছে।
নকিয়া ৬.১ প্লাসটি সর্বশেষ ক্যালোকম স্ন্যাপড্রাগন ৬৩৬ মোবাইল প্ল্যাটফর্ম, যা আগের চেয়ে ৪০% দ্রুততর যা এটি স্ট্রিমিং এবং গেমিংয়ের জন্য দুর্দান্ত। এই প্ল্যাটফর্ম দেয় ব্যাটারি দতা, আরো দেয় উন্নত প্রথম শ্রেণীর গ্রাফিক্স এবং গেমিং কর্মমতা। অপ্টিমাইজড হার্ডওয়্যার ও টাইপ সি ইউএসবি চার্জিং এর সাথে আপনি অনায়াসে মাল্টিটাস্ক করতে পারেন দিনব্যাপী ব্যাটারি সম্পর্কে দুশ্চিন্তা না করে।
নকিয়া ৬.প্লাস স্মার্টফোনের এন্ড্রয়েড ওয়ান পরিবারে সংযুক্ত হচ্ছে। সাথে নিয়ে আসছে গুগলের ডিজাইন করা অভিজ্ঞতা যা স্মার্ট, সুরক্ষিত ও এককথায় অসাধারণ। নকিয়া ৬.১ প্লাস সময়ের সাথে তাল মিলিয়ে চলবে। উদ্বোধনের পর তিন বছরে প্রতিমাসে সিকিউরিটি প্যাচ ও ২ বছরের ওএস আপডেটের গ্যারান্টির পাওয়া যাবে। এন্ড্রয়েড ওয়ান প্রোগ্রামের সকল নকিয়া স্মার্টফোনের মত সাবধানে তৈরি প্রি-লোডের অ্যাপসের কারনে এখানেও আপনি পাচ্ছেন বেশি ব্যাটারি ও স্টোরেজ। আপনি এছাড়াও পাচ্ছেন গুগলের অন্যান্য সার্ভিস, গুগল অ্যাসিস্ট্যান্ট ও গুগল ফটোস যেখানে রয়েছে বিনামূল্যে সীমাহীন উচ্চমানের ফটো স্টোরেজ।
নকিয়া ৬.১ প্লাস যেসব রঙে পাওয়া যাবে, সেগুলো হচ্ছে -চকচকে কালো, চকচকে সাদা এবং চকচকে মধ্যরাতের নীল । অক্টোবর থেকে মার্কেটে এই ফোনটি পাওয়া যাচ্ছে এবং এর রিটেইল মূল্য থাকছে ২৭,৯৯০ টাকা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর