২৩ এপ্রিল, ২০১৯ ০৩:২১

বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানালো বেইজিং হুয়াওয়ে

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানালো বেইজিং হুয়াওয়ে

বিশ্বের শীর্ষ প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের সবচেয়ে বড় সিএসআর প্রোগ্রাম ‘সিডস ফর দ্য ফিউচার-২০১৯-এর চূড়ান্ত ১০ জন মেধাবী আইসিটি শিক্ষার্থীকে প্রশিক্ষণ ও শিক্ষা সফরে চীনে নেওয়া হয়েছে।

চীনের বেইজিংয়ে হুয়াওয়ের এক্সিকিউটিভ ব্রিফিং সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশি ১০ জন আইসিটি মেধাবী শিক্ষার্থীকে স্বাগত জানায় বেইজিং হুয়াওয়ে কর্তৃপক্ষ। 

অনুষ্ঠানে বেইজিংয়ে নিয়োজিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এম ফজলুল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মো. মাহফুজুল আলম খান এবং অন্যান্য হুয়াওয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় তারা বাংলাদেশি শিক্ষার্থীদের ভূঁয়সী প্রশংসার মাধ্যমে উদ্বুদ্ধ করেন।

সিডস ফর দ্য ফিউচার প্রতিযোগিতাটি ২০০৮ সালে বিশ্বব্যাপী শুরু হয়। ২০১৮ সাল পর্যন্ত বিশ্বের ১০৮টি দেশ ও অঞ্চলে প্রতিযোগিতাটি হয়েছে। এখনও পর্যন্ত বিশ্বের ৩৫০টির বেশি বিশ্ববিদ্যালয় থেকে ৩০ হাজারের অধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতার মাধ্যমে উপকৃত হয়েছেন, যাদের মধ্যে ৩৬০০-এর বেশি শিক্ষার্থী চীনে হুয়াওয়ের হেডকোয়ার্টারে গিয়ে হাতে কলমে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন। 

বাংলাদেশে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি ঢাকায় ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সিডস ফর দ্য ফিউচার-২০১৯ প্রতিযোগিতা শুরু হয়। 

পরবর্তীতে দেশের শীর্ষ ৫টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী বাছাই প্রক্রিয়া চলে। বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। চূড়ান্তভাবে ১০ জন শিক্ষার্থীকে বাছাই করা হয়। চীনে নেওয়ার আগে গত ৩ এপ্রিল এই ১০ শীক্ষার্থীকে অভ্যর্থনা জানানো হয়। 

বেইজিংয়ে বাংলাদেশি দূতাবাসে নিয়োজিত রাষ্ট্রদূত এম ফজলুল করিম বলেন, ‘আমি প্রথমেই হুয়াওয়েকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। ধারাবাহিক অবদান রেখে হুয়াওয়ে বাংলাদেশে কাজ করছে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রক্রিয়ায় ইতোমধ্যে হুয়াওয়ের সক্রিয় অংশগ্রহণ আছে।

হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের সিইও ঝাং জেংজুন বলেন, ‘সফলতার জন্য শিক্ষার্থীদের অভিনন্দন। হুয়াওয়ে এসব মেধাবী শিক্ষার্থীদের সামনে এগিয়ে নিতে চায়, যাতে তারা এই খাতের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হতে পারে। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর