গ্ল্যাক্সো স্মিথ ক্লাইন বাংলাদেশ লিমিটেড-এর ৪৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বন্দরনগরী চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে এজিএম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জিএসকে বাংলাদেশ লিমিটেড-এর চেয়ারম্যান জনাব মাসুদ খান।
এজিএম-এ আরও উপস্থিত ছিলেন- কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর প্রশান্ত পান্ডে, ডিরেক্টর কাজী সানাউল হক, মহসিন উদ্দিন আহমেদ, রেজাউল হক চৌধুরী, রাকেশ ঠাকুর, জাহেদুর রহমান, দেভাশিষ দাস গুপ্ত, মো. নাহারুল ইসলাম মোল্লা, কোম্পানি সেক্রেটারি ফরিদুল হক সিকদারসহ অন্যান্য শেয়ারহোল্ডারবৃন্দ।
সভায় কোম্পানির সদস্যবৃন্দ পরিচালক ও নিরীক্ষক এর প্রতিবেদনসহ ২০১৮ সালের বার্ষিক হিসাব এবং প্রতি ১০ (দশ) টাকা শেয়ারে ৫৩০% অর্থাৎ ৫৩.০০ টাকা লভ্যাংশ অনুমোদন করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম