বাংলাদেশ মিডিয়া ফোরাম (বিএমএফ) দেশের বিজ্ঞাপনদাতা, বিজ্ঞাপনী সংস্থা এবং মিডিয়া চ্যানেলগুলির জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম। বিএমএফ সম্প্রতি যৌথ স্টক কোম্পানিগুলির রেজিস্ট্রার এবং বাংলাদেশ সরকার নিবন্ধন আইন ১৮৬০ এর অধীনে নিবন্ধন পেয়েছে।
বাংলাদেশ মিডিয়া ফোরামের সভাপতি মো: মোরশেদ আলম বলেন "ফোরাম একটি স্বাধীন, অলাভজনক এবং প্রগতিশীল মিডিয়া গবেষণা এবং বাস্তবায়ন মাধ্যম হিসাবে ভবিষ্যতেও কাজ করে যাবে" তিনি ফোরামের সকল প্রতিষ্ঠাতা, সহযোগী সদস্য ও সমর্থকদের শুভেচ্ছা জানান এবং তাদের সহযোগিতায় বাংলাদেশের মিডিয়া শিল্পের একটি দুর্দান্ত ভবিষ্যতের জন্য কাজ করার আশা ব্যাক্ত করেন।
বাংলাদেশ মিডিয়া ফোরামের প্রতিষ্ঠাতা কমিটির সদস্যরা হচ্ছেন: বিএমএফ এর সভাপতি, মো: মোরশেদ আলম, ব্যবস্থাপনা পরিচালক, গ্রুপ এম বাংলাদেশ। সহ – সভাপতি, ইবনে হাসান খান, পরিচালক, সেলস অ্যান্ড মার্কেটিং, চ্যানেল আই । সহ - সভাপতি মো: কামরুল হাসান, বিজনেস ডিরেক্টর, এসিআই লিমিটেড। সহ - সভাপতি সৈয়দ আশিক রহমান, সিইও, আরটিভি । সহ - সভাপতি জিয়াউদ্দিন আদিল, সিইও, টপ অফ মাইন্ড। সাধারণ সম্পাদক তানভীর ফারুক, প্রতিষ্ঠাতা ও সিইও, অ্যাপলইড বিজনেস ইনিসিয়েটিভ (এবিআই)। যুগ্ম সম্পাদক মাজহারুল হক চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, হাভাস মিডিয়া বাংলাদেশ লিমিটেড। যুগ্ম সম্পাদক শিকদার আখতার-উজ-জামান, মিডিয়া ও স্পনসরশিপ প্রধান, গ্রামীণফোন লি:। সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও সম্পাদক, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। কোষাধ্যক্ষ আজয় কুমার কুণ্ডু, চীফ অপারেটিং অফিসার, মিডিয়াকম লিমিটেড। বিএমএফ এর পরিচালক, প্রশিক্ষণ ও উন্নয়ন, আমান আশরাফ ফয়েজ, ব্যবস্থাপনা পরিচালক, গাজী টিভি।
গত তিন বছরে, বাংলাদেশ মিডিয়া ফোরাম (বিএমএফ) নিরলস ভাবে কাজ করছে একটি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য যেখানে বাংলাদেশী মিডিয়া শিল্পের অগ্রগতির জন্য সকলে আলোচনা, বিতর্ক এবং পরিকল্পনা করতে পারে। এরই ধারাবাহিকতায়, মিডিয়া পেশাদারদের দক্ষ করে গড়ে তুলতে বিভিন্ন প্রশিক্ষণ, তথ্য ভিত্তিক মিডিয়া পদ্ধতির উন্নয়ন এবং (টিভি, পত্রিকা, রেডিও, ডিজিটাল ইত্যাদি) মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে প্রচার ব্যবস্থার সর্বোত্তম উন্নতির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহন করে যাচ্ছে বাংলাদেশ মিডিয়া ফোরাম (বিএমএফ)।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন