১৯৮১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রাইভেট খাতের প্রথম আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড তাদের কর্মক্ষমতা, বেঞ্চমার্ক, কৌশলগত উদ্যোগ এবং ভবিষ্যতের চ্যালেঞ্জগুলির উপর একটি শিক্ষামূলক অধিবেশন পরিচালনা করেছে।
‘ইনভেস্টরস মিট’ শীর্ষক অধিবেশনটি বৃহস্পতিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত হয়।
বর্তমান এবং সম্ভাব্য বিনিয়োগকারীরা এই তিন বছরের কৌশলগত উদ্যোগ ও কোম্পানির সার্বিক বিকাশের কথা জানতে পেরে বেশ আনন্দিত। অন্যতম শেয়ার হোল্ডার হিসেবে বিশ্বের সর্ববৃহৎ এবং ১ নম্বর এনজিও ব্র্যাক-এর প্রতিষ্ঠার পর, আইপডিসি তার প্রবৃদ্ধি পরবর্তী ধাপে উন্নীত করার জন্য বৈচিত্র্যপূর্ণ সেবাসমূহ নিয়ে দেশব্যাপী ছড়িয়ে তাদের ফোকাস বাস্তবায়ন করেছে এবং আসন্ন বছরগুলির জন্য নতুন কৌশলসমূহ সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। এসব কৌশলের মধ্যে আছে ‘প্রতিটি পরিবারের জন্য একটি বাড়ি’, ‘নারী ক্ষমতায়ন’, ‘নতুন উদ্যোক্তা তৈরি’, ‘মেগা সিটি নির্মাণে অবদান’ এবং ‘ঘরে সমৃদ্ধি নিয়ে আসা’ ইত্যাদি।
অধিবেশনে আইপিডিসি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম, ডিএমডি ও হেড অব বিজনেস ফাইন্যান্স রিজওয়ান ডি শামস, ডিএমডি ও হেড অব রিটেইল বিজনেস মো. কায়সার হামিদসহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তারা।
এছাড়া ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড, লংকাবাংলা ইনভেস্টমেন্টস, আইআইডিএফসি ক্যাপিটাল লিমিটেড, সিএএমপি অ্যাডভাইসরি, ব্রুমার অ্যান্ড পার্টনার্স (বাংলাদেশ) এবং অন্যান্য উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এতে উপস্থিত ছিলেন।
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম বলেন, “আইপিডিসি’র প্রতিশ্রুতিগুলো আর্থ-সামাজিক চ্যালেঞ্জের এবং আগামী দশ বছরে বাংলাদেশের সম্ভাবনার সাথে সম্পৃক্ত। সুনির্দিষ্ট লক্ষ্য থাকার কারণে, আমরা একটি সামগ্রিক পদ্ধতি তৈরি করেছি এবং সাপ্লাই চেইন ফাইন্যান্সের জন্য ‘অর্জন’ শীর্ষক একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছি এবং মেগা সিটি নির্মাণে অবদান রাখার লক্ষ্যে ‘ভালো বাসা’ শীর্ষক সহজ শর্তে গৃহ ঋণ সুবিধা নিয়ে এসেছে”।ৎ
ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টের সিইও দিদারুল হক খান বলেন, “ব্যবসা দশগুণ বৃদ্ধি এবং দেশের সর্বোচ্চতম নন-পারফরমিং লোন কমিয়ে ১.২%-এ নিয়ে আসার মাধ্যমে আইপিডিসি একটি বিস্ময়কর রূপান্তর অর্জন করেছে। ২০১৯ সালে বছরের প্রথম ত্রৈমাসিক মুনাফা ১২০% বৃদ্ধি নিরলস চেষ্টা ও পরিশ্রমেরই সূচক”।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন