স্বাস্থ্যকর ও প্রকৃতিবান্ধব খেলার জায়গার সংকট সমাধানে বছর দুয়েক আগে একটা প্রকল্প হাতে নেয় গবেষণাধর্মী স্থাপত্যশিল্পের প্রতিষ্ঠান ‘পারা’। রাজধানীর কেরানীগঞ্জ উপজেলার ওয়াশপুর গার্ডেন সিটিতে সুবিধাবঞ্ছিত ও ভাগ্যাহত পথশিশুদের উদ্ধার পরবর্তী দীর্ঘ মেয়াদী পুনর্বাসনের লক্ষ্যে লিডো প্রতিষ্ঠিত পিস হোমের পাশেই একটা খোলামেলা জায়গায় গড়ে তোলা হয় বাঁশের তৈরি একটি খেলার জায়গা। দুই বছর আগের সেই প্রকল্প ইতোমধ্যে দেশে বিদেশে বেশ কিছু এ্যাওয়ার্ড পেয়েছে এবং প্রশংসিত হয়েছে।
অস্থায়ী তবে নান্দনিক এই প্রকল্পে তখন সাথে ছিল বুয়েট, ব্র্যাক ও শাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যার শিক্ষার্থী এবং পারা’র স্থপতিবৃন্দ।
গত শুক্রবার এই ব্যাম্বো প্লে-স্কোপের উদ্বোধন ঘোষণা করা হয়। এই ব্যতিক্রমী ডিজাইন ও পরিকল্পনা সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে উৎসর্গ করা হয়েছে। পিস হোমের শিশুরা ছাড়াও এলাকার অন্যান্য শিশুদের জন্যও এই জায়গা উন্মুক্ত থাকবে। পাশাপাশি দূর দূরান্ত থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের পিকনিক এবং বনভোজন ইত্যাদির জন্যও কিছু অনুদানের বিনিময়ে এই ব্যাম্বো প্লে-স্কোপ ব্যবহার করা যাবে। ওয়াশপুর গার্ডেন সিটির ৬ নাম্বার রোডের এই ব্যাম্বে প্লে-স্কোপে রয়েছে স্পাইডার নেট, কৃত্রিম ক্লাইম্বিং বেলে, দোলনা ইত্যাদি।
পারার প্রতিষ্ঠাতা স্থপতি রুহুল আবেদিন আরও এমন প্রকল্প করতে চান যাতে পরিবেশ ও প্রকৃতির বিপর্যয় থেকে উদ্ধার পায় ঢাকার মানুষ এবং খেলার সুষ্ঠু পরিবেশ পায় শিশুরা।
বিডি প্রতিদিন/ফারজানা