পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সবচেয়ে বড় অনলাইন শপ দারাজ বাংলাদেশ (Daraz.com.bd) আয়োজন করেছে রমজান শপিং ফেস্ট ২০১৯। ৫ মে থেকে ১৫ মে পর্যন্ত চলাকালীন ইভেন্টটির কো-স্পন্সর হিসেবে আছে হরলিক্স, ফগ, ভিম, তাজা, সার্ফ এক্সেল, নর, সারা লাইফ স্টাইল। এছাড়া ব্র্যান্ড পার্টনার হিসেবে রয়েছে নিটোল ইলেকট্রনিক্স, এসিআই ফুডস - পিউর, এসিআই ফুডস - ফান, ডেটল, শেভার শপ, এম এম ফুড লিমিটেড, স্যাভলন, জিএনসি, ওয়ারদাহ, জিট্রন, বায়ো অ্যাকুয়া, হাইড ইন্টারন্যাশনাল, ওয়াইল্ড স্টোন, ইনো, গ্ল্যাকসোস ডি ও সেনসোডাইন।
রমজান শপিং ফেস্টের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ৭০ শতাংশ পর্যন্ত বিশাল মূল্য ছাড়সহ দৈনিক ফ্ল্যাশ সেল ও আই লাভ ভাউচার, শেক শেক ভাউচার, সুপার ব্যাংক ডে, ডিলস অফ দা ডে এবং আরও অনেক আকর্ষণীয় অফার।
ক্যাম্পেইনে নিত্য প্রয়োজনীয় হোম অ্যাপ্লায়েন্স সামগ্রীসমূহ পাওয়া যাবে আকর্ষণীয় মূল্যে, যার মধ্যে রয়েছে এসি, ফ্রিজ, এয়ারকুলার ও মাইক্রোওয়েভ। আর ইলেক্ট্রনিক্স সামগ্রীর মধ্যে রয়েছে মোবাইল, টিভি, ক্যামেরা ইত্যাদি পণ্য সামগ্রী। এছাড়াও গ্রোসারি পণ্য কেনাকাটায় থাকছে ফ্রি ডেলিভারির সুবিধা এবং বিভিন্ন জায়গায় ইফতার ও সেহেরির জন্য থাকছে রেস্টুরেন্ট ভাউচার। ক্রেতাদের জন্যে আরও থাকছে টুটি ফ্রুটি, ফ্রুট ক্রাশ, ফিশিং ড্যাজ ও ক্রেজি জাম্প এর মত মজাদার গেম, যার মাধ্যমে সর্বোচ্চ স্কোর করে গ্রাহকরা জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার।
গ্রাহকদের কেনাকাটার সুবিধার জন্যে দারাজ (daraz.com.bd) অফার করছে পেমেন্ট পার্টনারদের মাধ্যমে ব্যাংক ডিসকাউন্ট, যেখানে ২৫ এপ্রিল থেকে ৯ জুন পর্যন্ত সাউথ ইস্ট ব্যাংকের প্রি-পেইড কার্ড ও ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রি-পেমেন্টে থাকছে ১০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় (ক্যাপঃ ২০০০ টাকা)। ৫ মে থেকে ৯ জুন পর্যন্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য থাকছে ১০ শতাংশ ক্যাশবাক (ক্যাপঃ ১০০০ টাকা), লঙ্কা বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডার ও সিটি ব্যাংক অ্যামেক্স ডেবিট ও ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য থাকছে ১০ শতাংশ মূল্যছাড় (ক্যাপঃ১০০০ টাকা)। ৮ মে থেকে ১৫ জুন পর্যন্ত সকল ভিসা কার্ডে থাকছে ১৫ শতাংশ মূল্যছাড় (ক্যাপঃ ৪৫০ টাকা)। ক্রেতারা তাদের কার্ড সেইভ করে একটি লেনদেনে সর্বোচ্চ পরিমাণে খরচ করার মাধ্যমে সেরা ৩ জন জিতে নিতে পারেন বাম্পার পুরস্কার।
এছাড়া ৬ মে থেকে ৬ জুন পর্যন্ত বিকাশ অ্যাপের মাধ্যমে পেমেন্ট করলে থাকছে সর্বোচ্চ ২০ শতাংশ (প্রতি কাস্টমার সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত, প্রতিদিন ৩০০ টাকা পর্যন্ত) ক্যাশব্যাক সুবিধা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম