‘ইন্টারন্যাশনাল রোবো ফেস্ট-২০১৯' এ চ্যাম্পিয়ন হয়েছে ‘আইইউবিএটি-কার্বন’দল। জাপান-বাংলাদেশ রোবোটিকস অ্যান্ড অ্যাডভান্সড টেকনোলজি রিসার্চ সেন্টারের (জেবিআরটিআরসি) উদ্যোগে সিএসই ডিপার্টমেন্ট ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় যৌথভাবে আয়োজন করে ইন্টারন্যাশনার রোবো ফেস্ট।
রোবো ফেস্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। আইইউবিএটি-কার্বন দলের সদস্যা ছিলেন- তৌফিক আহম্মেদ মো. হাসিবুর রহমান, আবদুল্লাহ আল মাসুম, সাইমুম এজনান জিয়ন এবং দলনেতা মো. নাঈম জাহাঙ্গীর।
উল্লেখ্য, আইইউবিএটি'র ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের কো-অর্ডিনেটর ড. বিশ্বজিৎ সাহার তত্ত্বাবধায়নে এবং রোবোটিক্স ক্লাবের সার্বিক সহযোগিতায় আইইউবিএটি-কার্বন দল এর আগেও জাতীয় পর্যায়ে বিভিন্ন রোবোটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম