পবিত্র রমজান মাসে আরটিভিতে শুরু হওয়া ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’ ক্যাম্পেইনের পরিচ্ছন্নতার গল্প শীর্ষক ১০ পর্বের প্রোগ্রামের নবম পর্ব আগামী শনিবার ১ জুন ২০১৯ থেকে প্রচারিত হতে যাচ্ছে। আগামী ১ জুন হতে শুরু হয়ে রমজানজুড়ে দিনের বিভিন্ন সময় আরটিভিতে প্রচারিত হবে পর্বটি।
পরিচ্ছন্নতার গল্পের পর্বগুলোতে ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’ ক্যাম্পেইনের দূত ও চিত্রনায়ক রিয়াজ বিভিন্ন পরামর্শের মাধ্যমে সকলকে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
‘যদি একদিন’ চলচ্চিত্রের মূল চরিত্রের অভিনেত্রী শিশু শিল্পী রাইসা অভিনীত “পরিচ্ছন্নতার গল্প” পর্বগুলো নিয়মিত প্রচারিত হচ্ছে আর টিভিতে এছাড়াও “ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ (https://www.facebook.com/PorichchonnoBangladesh)” ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে (https://www.youtube.com/channel/UClTx0lXC4m3gJLOyWlvibDA) ও দেখা যাবে।
বিডি প্রতিদিন/১ জুন, ২০১৯/আরাফাত