ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উদ্যোগে "উচ্চ শিক্ষার মানোন্নয়ন: প্রতিবন্ধকতা ও আমাদের করণীয়" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার যশোর জিলা স্কুল মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ২০০৩ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষারমান উন্নয়নে বিভিন্ন সেমিনার ও সিম্পোজিয়ামের আয়োজন করে আসছে। ইউজিসি কর্তৃক ‘উচ্চ শিক্ষার মানোন্নয়ন প্রকল্প’ গ্রহণের পর এ তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর জেলায় বেশ কিছু কলেজের অধ্যক্ষ ও বিভাগীয় প্রধানদের উপস্থিতিতে সেমিনার/মতবিনিময় সভার আয়োজন করা হয়।
যশোর জেলার জেলা প্রশাসক শফিউল আরিফ এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল আলিম, যশোরের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, সাবেক অধ্যক্ষ এবং কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি পাভেল চৌধুরী, যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার জি এম আজিজুর রহমান এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইইই ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম আবদুস সামাদ।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোর্শেদা চৌধুরী ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. ফারহানা খানম ফেরদৌসী।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুশফিক এম চৌধুরী। সেমিনারে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের মাননীয় উপাচার্য, অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী।
এছাড়াও যশোর জেলার বিশিষ্ট ও সম্মানিত ব্যক্তিরা এই সেমিনারে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত