গ্লোবাল বিজনেস-টু-বিজনেস (বি টু বি) বাণিজ্যের শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম- আলিবাবা ডট কম, বাংলাদেশের ব্যবসায়ীদের পণ্য অনলাইনের মাধ্যমে বিশ্ববাজারে পৌঁছে দিতে শুরু করল একটি যুগান্তকারী উদ্যোগ। এই উদ্যোগটি করোনাকালীন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং এসএমইগুলিকে ডিজিটালাইজেশনের মাধ্যমে টিকে থাকতে এবং নিজের পায়ে ঘুরে দাঁড়াতে সহায়তা করতে আলিবাবা গ্রুপের ২০২০ সালের স্প্রিং থান্ডার উদ্যোগের একটি বর্ধিত অংশ।
‘প্রজেক্ট স্প্রাউট আপ’ মূলত বাংলাদেশে বিদ্যমান আলিবাবা ডট কম ব্যবহারকারীদের বৈশ্বিক বাজারে বি টু বি বাণিজ্যের সুযোগগুলোকে আরও সহজভাবে অ্যাক্সেস করতে সহায়তা করবে।
উল্লেখ্য, আলিবাবা ডট কমের অধীনে রয়েছে ১৯০টি দেশ ও ২কোটিরও বেশি সক্রিয় ক্রেতা, এবং দৈনিক গড়ে প্রায় ৩ লক্ষ্যের অধিক পণ্য এই ওয়েবসাইটে অনুসন্ধান করা হয়, যেখানে রয়েছে কাঁচামাল থেকে শুরু করে ৩০টি ভিন্ন ক্যাটাগোরির পণ্য। বর্তমানে আলিবাবা ডট কমের প্ল্যাটফর্মে বাংলাদেশ ভিত্তিক ব্যবসা থেকে প্রায় ৪০,০০০ এরও বেশি পণ্য তালিকাভুক্ত রয়েছে যার মধ্যে রয়েছে পোশাক, টেক্সটাইল, লাগেজ, ব্যাগ এবং চামড়ার মতো স্থানীয় শিল্প পণ্য।
প্রকল্পটি দেশের তিনটি প্রধান ক্ষেত্র জুড়ে এসএমইগুলিকে সহায়তা করবে- আলিবাবা ডট কমের প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত বিশ্বব্যাপী পৌঁছাতে, ব্যবসায়ের বিকাশে যেকোনো সমস্যার সহজ সমাধান অ্যাক্সেস করতে এবং বিভিন্ন রকমের ট্রেইনিং দেওয়ার মাধ্যমে এসএমইদের অনলাইন সক্ষমতা আরও দৃঢ় করতে সহায়তা করবে।
এই উপলক্ষ্যে আলিবাবা ডট কমের ম্যানেজিং ডিরেক্টর ঝাং কুও বলেছেন- “খুচরা বিক্রেতাদের বিপরীতে যারা বিগত কয়েক বছরে আরও স্বতঃস্ফূর্তভাবে ই-বাণিজ্য গ্রহণ করেছেন তারা এই ক্ষেত্রের সম্ভাবনা আরো ভালো করে বুঝতে পারেন। বাংলাদেশ পোশাক রফতানির ক্ষেত্রে ইতিমধ্যেই স্বীকৃত এবং গ্লোবাল বি টু বি বাণিজ্যের মাধ্যমে তাদের ব্যবসাকে আরও ত্বরাণ্বিত করতে পারে। ই-কমার্স ভিত্তিক একটি টেকসই ব্যবসায়িক মডেল প্রদান করতে আমরা সক্ষম এবং একই সাথে এসএমইগুলিকে পুনরুজ্জিবিত করতেও দক্ষ”।
বিডি প্রতিদিন/হিমেল