শুক্রবার, ৩ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা
পাড়ায় পাড়ায় কমিটি

রাত জেগে পশু পাহারা

পাবনায় চুরির আশঙ্কায় রাত জেগে কোরবানির পশু পাহারা দিচ্ছেন গ্রামবাসী। জেলার বিভিন্ন গ্রাম থেকে গত এক সপ্তাহে প্রায় ১৩টি গরু ও ৩টি ছাগল চুরি হয়েছে। এ কারণে উদ্বিগ্ন গ্রামবাসী পাড়ায় পাড়ায় কমিটি গঠন করে রাত জেগে পাহারার ব্যবস্থা করেছেন। তবে পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক দাবি করে গ্রামবাসীকে সাধুবাদ জানিয়ে বলেন, এটা ভাল লক্ষণ, পুলিশের পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।

পাবনা জেলার তৈলকুপী, পীরপুর, রঘুনাথপুর, দোগাছী, হেমায়েতপুর, হাদল, গয়েশপুর, কাছারপুর, আতাইকুলা, লক্ষিপুর, সাহাপুর, পাকশী, ছলিমপুর গ্রামের বাসিন্দারা জানান, গ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তারা ব্যর্থ হয়েছেন। তাই তারা অন্তত কোরবানীর পশুগুলো চোরের কবল থেকে রক্ষা করতে রাত জেগে পাহারার ব্যবস্থা করতে বাধ্য হয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর