নারায়ণগঞ্জে এক এএসপির ফাঁদে আটকে গেলেন মাদক বিক্রেতা ফাঁড়ির দুই দারোগাসহ চারজন। ৯০০ পিস ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করা হয়। বৃহস্পতিবার রাতে ওই চারজনকে আটকের পর গতকাল সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন বন্দরের কামতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাসুদুল হক, এএসআই নেয়ামত, কনস্টেবল মুন্সী আমির হোসেন ও ইউসুফ। এএসপি (সার্কেল) আজিম উল আহসান মাদকের ক্রেতা সেজে তাদের আটক করেন। জানা গেছে, বন্দর থানার কামতাল ফাঁড়ি পুলিশ সম্প্রতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনে তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা আটক করে। মাদক ব্যবসায়ীকে টাকার বিনিময়ে ছেড়ে দিয়ে ইয়াবা নিজেদের কাছে রেখে দেয় পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় এসআই মাসুদুল হক বন্দরের লাঙ্গলবন্দে জনৈক মাদক ব্যবসায়ীর কাছে ২০০ টাকা দরে ২০০ পিস ইয়াবা বিক্রি করেন। তাদের কাছে আরও ইয়াবা আছে বলে বিক্রির জন্য ক্রেতার খোঁজ করতে থাকেন। সংবাদ পেয়ে পুলিশ সুপার খন্দকার ড. মুহিদ উদ্দিন এএসপি আজিম উল আহসানকে বিষয়টি দেখার নির্দেশ দেন।