হবিগঞ্জে পৃথক ঘটনায় সংঘর্ষে একজন নিহত ও আহত হয়েছেন ২৫ জন। পুলিশ জানায়, বানিয়াচং উপজেলার এড়ালিয়া গ্রামের শামছুদ্দিনের সঙ্গে লেছু মিয়া ও গেদু মিয়ার বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে গতকাল সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলেই মারা যান শামছুদ্দিন। আহত হন ১০ জন। এদিকে, পূর্ববিরোধের জের ধরে হবিগঞ্জ শহরে গতকাল ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীর মধ্যে গতকাল দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় পাঁচটি দোকান ভাঙচুর ও সিনেমা হল এলাকায় পৌর ছাত্রলীগ সভাপতি শাহ ওবায়দুর রহমান তরুর বাসায় হামলা করা হয়েছে। আহত হয়েছেন ছাত্রলীগ নেতা তরুসহ তার পরিবারের পাঁচ সদস্য। অন্যদিকে, সদর উপজেলার নোয়াখাল চরগাঁও গ্রামে হাঁস নিয়ে দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। টেঁঁটাবিদ্ধ চারজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্রহ্মণবাড়িয়ায় আহত ব্যক্তির মৃত্যু : ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, নবীনগরে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে আহত একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই গতকাল মামলা করেছেন। উপজেলার নাটঘর গ্রামের আবদুল হেকিম এবং মদন মিয়ার লোকজনের মধ্যে গত বুধবার তুচ্ছ ঘটনায় সংঘর্ষ হয়। এতে আহত হন পাঁচজন। গুরুতর অবস্থায় হেকিমের ছেলে ইব্রাহিমকে ঢাকায় পাঠানো হয়। সেখানে শুক্রবার রাতে মারা যান তিনি।
শিরোনাম
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
হবিগঞ্জে সীমানা নিয়ে সংঘর্ষে একজন নিহত
হবিগঞ্জ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর