বুধবার, ৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

স্বাভাবিক হয়নি সাতক্ষীরা মেডিকেলের কার্যক্রম

সাতক্ষীরা প্রতিনিধি

টানা চতুর্থ দিনের মত ৫০০ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ হাসপাতাল চালুর দাবিতে গতকালও সাতক্ষীরা মেডিকেল কলেজের সবকটি ভবনে তালা ঝুিলয়ে দেয় ছাত্র-ছাত্রীরা। সকাল থেকে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিলসহ অবস্থান ধর্মঘট পালন করেন তারা। একই সঙ্গে পূর্ণাঙ্গ হাসপাতাল চালু না হওয়া পর্যন্ত তাদের এ ধর্মঘট অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন। সমাবেশে বক্তারা বলনে, প্রধানমন্ত্রীর ঘোষণার পর ২০১১ সালের সেপ্টেম্বর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল চালু হয়। বর্তমানে এখানে ২০৮ ছাত্র-ছাত্রী অধ্যয়নরত। কিন্তু আজও পূর্ণাঙ্গ রূপ পায়নি হাসপাতালটি। সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান জানান, এ বিষয়ে তিনি স্বাস্থ্যসচিবের সঙ্গে কথা বলেছেন। স্বাস্থ্যসচিব দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

সর্বশেষ খবর