রাজশাহীর বাঘায় স্ত্রীর শরীরে ডিজেল ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগে সুরুজ (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। শুক্রবার দিবাগত রাতে রাজধানীর পল্লবী থানার মিরপুর-১২ লালডেগ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি বাঘার চক নারায়ণপুর গ্রামের বাসিন্দা। গতকাল সকালে র্যাব-৫ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। র্যাব জানায়, প্রায় দশ বছর আগে অনন্যা খাতুন মুন্নির (২৫) সঙ্গে সুরুজের বিয়ে হয়। সংসার জীবনে তাদের দুই সন্তান আছে। বিয়ের পর থেকেই আড়াই লাখ টাকা যৌতুক চাওয়া হতো। মুন্নির পরিবার ২০১৮ সালে এক লাখ টাকা যৌতুক দেয়। সুরুজ আরও দেড় লাখ টাকা দাবি করে আসছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন সময় মুন্নিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন তিনি। র্যাব জানায়, ঘটনার পর থেকেই সুরুজ পলাতক ছিলেন। তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।