বগুড়া ও যশোরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে তাদের মৃত্যু হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-
বগুড়া : আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি। ওসি হাবিবুর রহমান জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। যশোর : সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে জাহিদ আবদুল্লাহ সিফাত (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সিফাত উপজেলার বড় হৈবতপুর গ্রামের জাকির হোসেনের ছেলে।