মুন্সিগঞ্জের পৌর এলাকার রাস্তাঘাট সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সিপিবি। এ সময় দ্রুত সড়ক সংস্কার নাহলে হরতাল কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন বক্তারা। গতকাল মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে সিপিবি সভাপতি শ ম কামাল হোসেন এ কথা বলেন। তিনি আরও বলেন, শহরের রাস্তাঘাট মানুষের চলাচলের অনুপযোগী। মাঝে মধ্যে কোনো উপদেষ্টা আসলে তার আগে ইট-সুড়কি দিয়ে রাস্তা সংস্কার করা হয়।