গাজীপুরের টঙ্গীতে মামলা তুলে না নিলে বাদীকে গলা কেটে হত্যা করার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের ভয়ে ভুক্তভোগী ওই পরিবারটি বাড়ি ছেড়ে অন্যত্র বাস করছে। গতকাল দুপুরে টঙ্গীর গোপালপুর এলাকায় সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবারটি এই দাবি জানান। সংবাদ সম্মেলনে বলা হয়, ‘টঙ্গীর পাগাড় এলাকায় একটি রিকশা গ্যারেজ নির্মাণ করেন সোহান মিয়া। পরে ওই এলাকার নূরুল ইসলাম, হাসান ও কামালসহ কয়েকজন ওই গ্যারেজে গিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় সোহান থানায় একটি মামলা করেন। পরে পুলিশ জুনায়েদ, রাকিব ও জীবন নামে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠান। এরপর মামলাটি তুলে নিতে সোহানকে হুমকি দেয় অভিযুক্ত কামাল। এতে রাজি না হওয়ায় বুধবার সন্ধ্যায় সন্ত্রাসীরা ছুরি ও চাপাতি নিয়ে ভুক্তভোগী সোহেল ও সোহান এবং তাদের মা মাসুদা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। খবর পেয়ে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ভুক্তভোগী সোহান মিয়া বলেন, ‘মামলা তুলে না নেওয়ায় আমাদের দুই ভাইকে কুপিয়ে এবং মাকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। তাদের বিরুদ্ধে থানায় দায়ের করা মামলা তুলে না নিলে আমাদের গলা কেটে হত্যা করারও হুমকি দেয় তারা। টঙ্গী পূর্ব থানা পুলিশের ওসি ওয়াহিদুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। ভুক্তভোগীরা মামলা করতে চাইলে নেওয়া হবে।