লোকবল সংকটে ব্যাহত হচ্ছে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নিয়মিত কার্যক্রম। এ কারণে বাড়ি তৈরির জন্য ভূমি ব্যবহার ছাড়পত্র ও অনুমোদিত নকশা পেতে দীর্ঘ সময় লেগে যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট না থাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা সম্ভব হচ্ছে না। চার বছর আগে পথচলা শুরু হলেও এখনো এর জনবল কাঠামো ঠিক হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন প্রণয়ন করে সরকার। এ আইনের অধীনে প্রতিষ্ঠিত হয় জিডিএ। ২০২১ সালের ২১ ডিসেম্বর যাত্রা শুরু করে সংস্থাটি। শুরুতে ঢাকার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের টঙ্গী অঞ্চলের জনবলকে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের জনবল হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মাননান বলেন, নিজস্ব লোকবল নেওয়ার জন্য পদ সৃষ্টির প্রক্রিয়া চলছে। সম্প্রতি অর্থ বিভাগ থেকে ২১৬ জনের জনবল কাঠামোর অনুমোদন পাওয়া গেছে। লোকবল নেওয়ার পর কাজে গতি আসবে।