কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই সহোদরের মৃত্যু হয়েছে। তারা হলেন- শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামের নূরু খান (৬০) ও ফজলু খান (৫৫)। গতকাল সকালে গলাচিপা গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে গরুর জন্য খড় আনতে যান নূরু খান। এ সময় ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে অসাবধানতাবশত স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার ছোট ভাই ফজলু খানও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃতু্যু হয়। শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে নোয়াখালীর কবিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তিনি মারা যান। ১৫ নভেম্বর কবিরহাট বাজারে একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল হক (২৪) কবিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তনু মিয়ার ছেলে ও ওয়ার্ড ছাত্রদল সভাপতি ছিলেন। কবিরহাট থানার ওসি শাহীন মিয়া জানান, নিহতের পরিবার অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।