বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বড়াইগ্রামে সাত মাস একঘরে একটি পরিবার

নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামের উপজেলার আদগ্রাম পূর্বপাড়ায় সাত মাস ধরে এক বিধবা নারীর পরিবারকে একঘরে করে রেখেছেন মাতবররা। ওই নারী ও তার মেয়েকে পিটিয়ে জখম করলে থানায় মামলা করার শাস্তিস্বরূপ এ সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়। কারো বাড়িতে যাতায়াত এমনকি কথা বলতে না পারায় অসহায় দিন কাটছে পরিবারটির। এলাকাবাসী জানান, আদগ্রাম পূর্বপাড়ায় মৃত প্রফুল্ল চন্দে র স্ত্রী শ্রীমতি লতা রাণী (৬০) তার দুই মেয়ে পার্বতী রাণী ও পূরবী রাণীকে নিয়ে কোনো রকম জীবনযাপন করেন। গত মে মাসের মাঝামাঝি একটি আমগাছ নিয়ে বিরোধকে কেন্দ  করে প্রতিবেশী প্রদীপ সরকারের লোকজন লতা রাণী ও তার ছোট মেয়েকে বেধড়ক পিটিয়ে আহত করেন। এ ঘটনায় তারা থানায় মামলা করলে বিষয়টি গ্রাম্য সালিশে মীমাংসা করা হয়। কিন্তু মামলা করায় মাতবরদের অপমান করা হয়েছে মর্মে অভিযোগ এনে বিধবা নারীর পরিবারটি এক ঘরে করে রাখা হয়। ধর্মীয় কোনো আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না তাদের। লতা রাণী বলেন, আমার বিবাহযোগ্যা মেয়ে দুটির বিয়ের প্রস্তাব আসলেও ‘ঠিকে’ (একঘরে) করে রাখায় তাদের বিয়ে হচ্ছে না। স্বামী নেই, কোনো ছেলে সন্তান নেই। আমাদের অসহায়ত্ব কাউকে বোঝাতে পারি না।’

সর্বশেষ খবর