শনিবার, ২১ মে, ২০১৬ ০০:০০ টা

বাগাতিপাড়ায় জোর করে মনোনয়নপত্র প্রত্যাহার

নাটোর প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নে বিএনপি প্রার্থীকে বাড়ি থেকে তুলে নিয়ে প্রত্যাহারপত্র লিখে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দিবাগত রাতে ডিবি পুলিশ পরিচয়ে সাদা পোশাকের কিছু লোক তাকে তুলে নেয়। এক যুবলীগ নেতাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান করার জন্যই এমনটি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি প্রার্থীর স্বজনরা। তবে নাটোরের ডিবি ওসি বলেছেন তাদের এমন কোনো ঘটনার কথা জানা নেই। এদিকে ঘটনার পর থেকে বিএনপি প্রার্থী আনসার আলী মুখ না খুললেও পরিবারের লোকজন জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে কয়েক যুবক এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে আনসার আলীকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। রাত ৩টার পর তারাই আবার তাকে বাড়ির সামনে ছেড়ে দেয়। মাঝের ওই সময় তাকে স্থানীয় এমপির বাসায় নিয়ে রাখা হয়েছিল। সেখানে ভয়ভীতি দেখিয়ে আসন্ন নির্বাচন থেকে ‘তার মনোনয়নপত্র তিনি স্বেচ্ছায় প্রত্যাহার করছেন’ বলে লিখিয়ে নেওয়া হয়েছে। এ ব্যাপারে এমপি আবুল কালাম আজাদ জানান, ওপরের নির্দেশে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আরশেদ আলীর বাড়িতে গিয়ে তার এবং পরিবারের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনার কারণে দলের প্রতি আনুগত্য প্রকাশ করে তিনি নিজেই তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন। অন্য দলের কোনো প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের ব্যাপারে তিনি কিছু জানেন না।

সর্বশেষ খবর