বান্দরবানে এক আওয়ামী লীগ নেতাকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। সোমবার গভীর রাতে রাজবিলা ইউনিয়নের জামছড়ি মুখপাড়া থেকে মংপু মারমা নামের এ নেতাকে ১০-১৫ জনের একটি দল ধরে নিয়ে যায়। স্থানীয়রা জানিয়েছেন, রাত ১টার দিকে অস্ত্রধারী সন্ত্রাসী দলটি জামছড়ি মুখপাড়া ঘেরাও করে মহিলা মেম্বারের বাসা থেকে মংপুকে অপহরণ করে গভীর জঙ্গলের দিকে নিয়ে যায়। অপহৃত মংপু মারমা বান্দরবান সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য। এ ঘটনায় গতকাল দুপুরে জেলা আওয়ামী লীগ শহরে বিক্ষোভ মিছিল এবং পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে সমাবেশ করে। বক্তব্যে নেতারা বলেন, জনসংহতি সমিতির অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে অপহরণ করেছে। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা অপহৃত মংপু মারমাকে ২৪ ঘণ্টার মধ্যে অক্ষত অবস্থায় ফেরত না দিলে বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক ও নৌ যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা দেন। এ ব্যাপারে পুলিশ সুপার মিজানুর রহমান জানান, অপহৃত আওয়ামী লীগ নেতাকে উদ্ধারে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী অভিযান শুরু করেছে। রাতেই বাঘমারা, ডলুপাড়া, আন্তাহাপাড়া ক্যাম্প থেকে সেনাবাহিনীর বেশ কয়েকটি টহল দল উদ্ধার অভিযানে নামে। প্রসঙ্গত, সদ্য শেষ হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জনসংহতি সমিতির সঙ্গে আওয়ামী লীগের দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করে। তারই জেরে এ অপহরণের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ