বান্দরবানে এক আওয়ামী লীগ নেতাকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। সোমবার গভীর রাতে রাজবিলা ইউনিয়নের জামছড়ি মুখপাড়া থেকে মংপু মারমা নামের এ নেতাকে ১০-১৫ জনের একটি দল ধরে নিয়ে যায়। স্থানীয়রা জানিয়েছেন, রাত ১টার দিকে অস্ত্রধারী সন্ত্রাসী দলটি জামছড়ি মুখপাড়া ঘেরাও করে মহিলা মেম্বারের বাসা থেকে মংপুকে অপহরণ করে গভীর জঙ্গলের দিকে নিয়ে যায়। অপহৃত মংপু মারমা বান্দরবান সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য। এ ঘটনায় গতকাল দুপুরে জেলা আওয়ামী লীগ শহরে বিক্ষোভ মিছিল এবং পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে সমাবেশ করে। বক্তব্যে নেতারা বলেন, জনসংহতি সমিতির অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে অপহরণ করেছে। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা অপহৃত মংপু মারমাকে ২৪ ঘণ্টার মধ্যে অক্ষত অবস্থায় ফেরত না দিলে বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক ও নৌ যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা দেন। এ ব্যাপারে পুলিশ সুপার মিজানুর রহমান জানান, অপহৃত আওয়ামী লীগ নেতাকে উদ্ধারে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী অভিযান শুরু করেছে। রাতেই বাঘমারা, ডলুপাড়া, আন্তাহাপাড়া ক্যাম্প থেকে সেনাবাহিনীর বেশ কয়েকটি টহল দল উদ্ধার অভিযানে নামে। প্রসঙ্গত, সদ্য শেষ হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জনসংহতি সমিতির সঙ্গে আওয়ামী লীগের দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করে। তারই জেরে এ অপহরণের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
শিরোনাম
- জামায়াত ভাইয়ে ভাইয়ে বিরোধ সৃষ্টি করছে: টুকু
- লাঠি হাতে রাকসু নেতাদের মহড়া, ছাত্রলীগ দেখলেই গণধোলাইয়ের ঘোষণা
- তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, হাতেনাতে আটক ২
- এবার এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা, নিহত ১
- আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য এনওসি পেলেন সাইফ
- বিশ্বের সর্বোচ্চ হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’র যাত্রা শুরু
- মার্কিন হামলার আশঙ্কায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা
- ‘রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, দয়া করে পরিস্থিতি ঘোলাটে করবেন না’
- সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭
- তদন্তের জালে তুর্কি ফুটবল, দুই লিগ স্থগিত
বান্দরবানে আওয়ামী লীগ নেতা অপহরণ
বান্দরবান প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর