শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

শ্রীমঙ্গলে তথ্য গোপন করে সরকারি গাছ অর্ধেক দামে বিক্রি

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

তথ্য গোপন করে সিন্ডিকেটের মাধ্যমে ৩১৯টি বিভিন্ন প্রজাতির সরকারি গাছ অর্ধেক দামে নিলামে বিক্রির অভিযোগ উঠেছে শ্রীমঙ্গল উপজেলার বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউটের (বিটিআরআই) বিরুদ্ধে। গতকাল সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন শেখ উপরু মিয়া নামে এক মহালদার। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিলামের দিন রহস্যজনক কারণে বন বিভাগের লোকজন গাছগুলোর প্রকৃত তথ্য গোপন করে অধিকাংশ গাছ পচা, মৃত ও অর্ধমৃত বলে উল্লেখ করেছেন। বিষয়টি সন্দেহ হলে তিনি সরেজমিন গিয়ে গাছগুলো ভালো দেখতে পান। গাছগুলোর মূল্য কমপক্ষে ১০ থেকে ১২ লাখ টাকা। অথচ সিন্ডিকেটের মাধ্যমে সাজ্জাদুর রহমান নামে এক ব্যবসায়ীর কাছে গাছগুলো ৫ লাখ ৮০ হাজার টাকা বিক্রি করা হয়েছে।

বন বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আলম চৌধুরী বলেন, তিনি নিলামে ছিলেন না। কাগজপত্র না দেখে তিনি কিছু বলতে পারবেন না। বিটিআরআইর পরিচালক ড. মাইনউদ্দীন আহমেদ বলেন, নিলামের সঙ্গে বিটিআরআইর কোনো সম্পর্ক নেই। নিলাম ডেকেছে বন বিভাগ। ৫৪ জন কাঠ ব্যবসায়ী নিলামে অংশ নিয়েছেন। কোনো সিন্ডিকেট হয়েছে কিনা এটা তার জানা নেই।

সর্বশেষ খবর