রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

গরুর ক্রেতা-বিক্রেতারা দালালদের কাছে জিম্মি

দিনাজপুর প্রতিনিধি

গরু কেনাবেচার মধ্যখানে মধ্যস্থতাকারী থাকে। আর এ মধ্যস্থতাকারীকে বলা হয় দালাল। আর এ অঞ্চলের গরু হাটবাজারের ক্রেতা-বিক্রেতারা এক রকম জিম্মি হয়ে থাকে এসব দালালদের কাছে। একটি গরুর বেচাকেনার সময় ক্রেতার সামনে গরুর মালিক বা বিক্রেতাকে সামনে আসতেই দেয় না। আর একটা গরু বিক্রির সঙ্গে কমপক্ষে ২ জন দালাল থাকে। আর গরুটি প্রকৃতপক্ষে কত টাকায় বিক্রি হলো তা বিক্রেতাকে জানতে দেওয়া হয় না। তবে তাদের একটি বিক্রয় দাম আগেই বলে থাকে।  দালালদের নিকট অনেকটা জিম্মি হাটের ইজারাদাররাও। রাণীরবন্দরহাট, কারেন্টহাট, চিরিরবন্দরহাট, বিন্যাকুড়িহাট, যশাইহাট, আমবাড়িহাটে দেখা গেছে- গরু বিক্রেতারা হাটে গরু নিয়ে আসার সঙ্গে সঙ্গে দালাল চক্রের হাতে পড়তে হচ্ছে। প্রতিটি হাটে সংঘবদ্ধ দালালরা কৌশলে গরু বিক্রির জন্য বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে পড়ে। দালালদের ভাষায়- গরু বিক্রেতাদের গিরিহাটি এবং ক্রেতাদের মাছি বলা হয়।

সর্বশেষ খবর