রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

অনগ্রসর সুবিধাবঞ্চিতদের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ

বি-স্কিলফুল প্রকল্প

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় ‘বি-স্কিলফুল’ নামে একটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে গতকাল। প্রাথমিকভাবে দিনাজপুর, জয়পুরহাট, বগুড়া, টাঙ্গাইল ও গাজীপুর জেলায় প্রশিক্ষণ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সহযোগিতায় অনগ্রসর, দরিদ্র এবং সুবিধাবঞ্চিত ২০ হাজার নারী-পুরুষকে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ নিশ্চিত এবং দীর্ঘস্থায়ী কর্মসংস্থান তথা আয়ের সুযোগ সৃষ্টি করা এর মূল লক্ষ্য। প্রকল্প উদ্বোধন পরবর্তীতে গণসচেতনতামূলক ক্যাম্পেইন কার্যক্রমের ঘোষণা দেওয়া হয়। এরআগে বেলা ১১টায় বগুড়া প্রেসক্লাবে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন— বগুড়া জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক সহিদুল ইসলাম খাঁন, বগুড়া চেম্বার অ্যান্ড কমার্সের পরিচালক মাফুজুল ইসলাম রাজ। বক্তৃতা করেন— টিটিসি বগুড়ার অধ্যক্ষ মিজানুর রহমান। সুইসকন্ট্যাক্ট-এর পক্ষ থেকে বি-স্কিলফুল প্রকল্প’র ডেপুটি টিম লিডার মতিউর রহমানসহ প্রকল্প সংশ্লিষ্ট অন্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর