রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

এক পলক

স্কুলছাত্র হত্যার বিচার দাবি

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র সোহেল রানার হত্যার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভবানীপুর স্কুলের ছাত্র-শিক্ষক ও এলাকাবাসী শনিবার ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে। সোহেল রানা ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল। গত ২০১৩ সালের ৮ ডিসেম্বর ভবানীপুর সিংদিঘি আশ্রয়ন প্রকল্পে তার বাড়ির সামনে থেকে অপহরণের পর তাকে হত্যা করা হয়। এর আগে অপহরণকারীরা সোহেলের বাবার কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল।

—গাজীপুর প্রতিনিধি

কুড়িগ্রামে সিপিবির সম্মেলন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুড়িগ্রাম জেলা শাখার ৮ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন কমরেড ইন্দু ভূষণ রায়। পরে র‌্যালি শেষে মাহাবুবার রহমান মমিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কমরেড শাহিন রহমান, কমরেড অনিরুদ্ধ দাস অঞ্জন, কমরেড নূর মোহাম্মদ প্রমুখ।

—কুড়িগ্রাম প্রতিনিধি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি

ঢাকার ধামরাইয়ে দ্বিতীয় বারের মতো আব্দুস সোবহান মডেল হাইস্কুলের পরিচালনা পরিষদের সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ধামরাই পৌরমেয়র গোলাম কবির। শনিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওই স্কুলের হলরুমে তাকে সভাপতি হিসেবে ঘোষণা দেন। এ সময় কমিটির দাতা সদস্য শিল্পপতি হাসিবুর রহমান কাসেমসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে  সভাপতিকে স্বাগত জানাতে স্কুলে উপস্থিত হন সাবেক এমপি ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ,সজাগ পরিচালক আব্দুল মতিন ও আওয়ামী লীগের নেতারা। —ধামরাই প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর