বরিশালের গৌরনদী উপজেলায় মুক্তিযোদ্ধা ভাতাপ্রাপ্ত পাঁচজনের গেজেট বাতিলের আবেদনের পরিপ্রেক্ষিতে গঠিত যাচাই-বাছাই কমিটির প্রধানসহ দুই সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া পাঁচ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধার বিরুদ্ধে প্রভাব বিস্তার করে তদন্ত প্রভাবিত করার অভিযোগ তুলে তদন্ত কার্যক্রম প্রত্যাখ্যান করেছেন মুক্তিযুদ্ধকালীন বরিশাল সাব সেক্টরের সেকেন্ড ইন কমান্ড এম এ হক বীরবিক্রমসহ অন্য সাক্ষীরা। এম এ হক বীরবিক্রম ও মুক্তিযোদ্ধা সোহরাব খান অভিযোগ করে বলেন, তদন্ত কমিটি আবেদনকারী ও সাক্ষীদের অবহিত না করে অভিযুক্ত ভুয়া মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগসাজশে গত ৯ অক্টোবর তদন্তের দিন ধার্য করেন। ওই দিন অভিযুক্তরা তদন্ত কমিটির সামনে হাজির হন। অনুপস্থিত ছিলেন আবদুর রহমান খানসহ দুজন। এম এ হক ও সোহরাব খানের অভিযোগ, অভিযুক্তরা ঘুষ বাণিজ্যের মাধ্যমে পেশিশক্তি প্রদর্শনের চেষ্টা করেছে। ফলে কমিটির তদন্তে ইতিবাচক প্রতিবেদন আসবে না বলে আশঙ্কা তাদের। এ কারণে তারা ওই তদন্ত কার্যক্রম প্রত্যাখ্যান এবং উচ্চপর্যায়ের কমিটি দিয়ে অভিযোগ পুনঃতদন্ত দাবি করেন। তদন্ত কমিটির প্রধান উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ ও সদস্য উপজেলা সমবায় কর্মকর্তা এসএম ফরিদউদ্দিন বলেন, তারা কেবল বাদী ও বিবাদীসহ পক্ষে-বিপক্ষের সাক্ষ্য নিয়েছেন। তদন্ত এখনো শেষ হয়নি। আগেই অভিযোগকারী ও সাক্ষীরা কি করে বুঝলেন তাদের তদন্ত সঠিক হবে না।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
ভুয়া মুক্তিযোদ্ধা বাছাই
তদন্ত কমিটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর