কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের একটি ওয়ার্ডের পুনর্নির্বাচনের প্রচার-প্রচারণা জমে উঠেছে। পোস্টার আর লিফলেটে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা। ৩১ নভেম্বর ওই ওয়ার্ডে পুনর্নির্বাচন। ২৮ মে ইউপি নির্বাচনে কারচুপি, ব্যালট পেপার ছিনতাই এবং ক্ষমতাসীন দলের কেন্দ্র দখলকে কেন্দ্র করে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের মধ্যে হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ১০ জন আহত হন। হামলার ঘটনায় ১৩ জনের নামসহ দুই শতাধিক অজ্ঞাত ব্যক্তির নামে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বাদী হয়ে মেঘনা থানায় মামলা করেন। এরপর পুলিশি হয়রানির কারণে সাধারণ মানুষ এখনো বাড়ি ফিরতে পারছে না। এরই মধ্যে ওই ওয়ার্ডের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এবারও হামলা-সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, নির্বাচন কেন্দ্র করে আওয়ামী লীগ ও দলের বিদ্রোহী প্রার্থীর নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দুবারের ইউপি চেয়ারম্যান মাইনুদ্দিন তপন। বিদ্রোহী আওয়ামী লীগ প্রার্থী উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল বাকী শামীম। দুজনই চেয়ারম্যান পদে মূল প্রতিদ্বন্দ্বী। করিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটারের সংখ্যা ১ হাজার ৮৩৬। সাধারণ সদস্য প্রার্থীরা হলেন বর্তমান মেম্বার জালাল উদ্দিন, মোজাম্মেল হক, শাহজাহান, আক্তারুজ্জামান। এ ছাড়া সংরক্ষিত মহিলা আসনে চার প্রার্থী হলেন হোসনেয়ারা বেগম, হাসিনা আক্তার, রাহেলা বেগম, লাভলী আক্তার। উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার সুমি বলেন, একটি মাত্র কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এ কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি, র্যাব মোতায়ন থাকবে। মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামছুদ্দিন বলেন, পুনরায় যাতে হামলা-সংঘর্ষ না ঘটে সেজন্য পর্যাপ্ত ফোর্স মোতায়েন থাকবে।
শিরোনাম
- গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : ফখরুল
- দেশজুড়ে মোবাইল ফোন বিক্রির সব দোকান বন্ধের ঘোষণা
- নির্বাচন কমিশনকে দৃষ্টান্তমূলক ভূমিকা রাখার আহ্বান জোনায়েদ সাকির
- মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় কয়েক দফা হামলা ইউক্রেনের
- সাংবাদিক সোহেলকে ডিবি তুলে নেওয়ার বিষয়ে যা বলল টেলিযোগাযোগ মন্ত্রণালয়
- গণঅভ্যুত্থানে অংশীজনদের নিয়ে আসন সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছি: নুর
- পল্লবীতে যুবদল নেতা হত্যা, দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
- নারীদের পেছনে রেখে পুরুষরা এগিয়ে যেতে পারবে না : ধর্ম উপদেষ্টা
- রমজানের আগে ছোলা-খেজুরসহ ছয় ভোগ্যপণ্যের আমদানি বেড়েছে
- শেখ হাসিনাকে কেন ফেরত দেবে না ভারত, আল–জাজিরার বিশ্লেষণ
- অক্টোবরে সড়কে ঝরেছে ৪৪১ প্রাণ : রোড সেফটি ফাউন্ডেশন
- জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করতে হবে: শামা ওবায়েদ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৪ মামলা
- বিজয় দিবসে এবারও প্যারেড হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- শ্রীপুরে যুবদল নেতার ঝুট গুদামে আগুন
- লটারির মাধ্যমে ডিসি-এসপি বদলির দাবি গোলাম পরওয়ারের
- সাংবাদিক ও প্রশাসন একে অপরের পরিপূরক: মুন্সীগঞ্জ ডিসি
- টাঙ্গাইলে বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা
- ময়মনসিংহে ট্রেনে দুর্বৃত্তদের আগুন
- কেন এফ-৩৫ যুদ্ধবিমান কিনতে চায় সৌদি আরব?