বরিশালের গৌরনদী উপজেলা সদরে গতকাল সকালে অবৈধভাবে গড়ে ওঠা লাইসেন্সবিহীন ছয়টি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধ করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম। বন্ধ করার মাত্র দুই ঘণ্টার পর অবৈধ একটি প্রতিষ্ঠানে চেম্বার করেন গৌরনদী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশুতোষ গৌতম। স্বাস্থ্য কর্মকর্তার এ আচরণে ক্ষুব্ধ এলাকাবাসী। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) এসএম আফজাল হোসেন জানান, গৌরনদী উপজেলা সদরে ব্যাঙের ছাতার মতো ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠা করে চিকিৎসাসেবার নামে প্রতারণা করা হচ্ছে। গত ২ অক্টোবর গৌরনদীর অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টি সেন্টার বন্ধ করার জন্য বরিশাল সিভিল সার্জন অফিস থেকে ইউএনও ও গৌরনদী মডেল থানার ওসিকে চিঠি দেওয়া হয়। গতকাল পুলিশ ম্যাজিস্ট্রেট নিয়ে অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন ছয়টি প্রতিষ্ঠান বন্ধ করে দেন। সিল করা প্রতিষ্ঠানগুলো হলো— প্রতীক ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক, আল আরব ডায়াগনস্টিক সেন্টার, আনসার ডায়াগনস্টিক সেন্টার, মদিনা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক, সোনার বাংলা ডায়াগনস্টিক সেন্টার ও সেবা ডায়াগনস্টিক সেন্টার। স্থানীয়রা জানান, বন্ধ করে যাওয়ার পরই প্রতিষ্ঠানগুলোর মালিক পুনরায় কাজ শুরু করেন। দুপুরে সিল করা আল আরব ডায়াগনস্টিক সেন্টারের গিয়ে দেখা যায় গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশুতোষ গৌতম রোগী দেখছেন। এ ব্যাপারে আশুতোষ বলেন, ‘আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলমের অনুমতি নিয়ে এখানে বসেছি। ইউএনওর ভাষ্য, অবৈধ প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে বসতে অনুমতি দেওয়ার প্রশ্নই আসে না।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
ইউএনওর সিল করা ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য কর্মকর্তার চেম্বার
গৌরনদী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর