বরিশালের গৌরনদী উপজেলা সদরে গতকাল সকালে অবৈধভাবে গড়ে ওঠা লাইসেন্সবিহীন ছয়টি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধ করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম। বন্ধ করার মাত্র দুই ঘণ্টার পর অবৈধ একটি প্রতিষ্ঠানে চেম্বার করেন গৌরনদী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশুতোষ গৌতম। স্বাস্থ্য কর্মকর্তার এ আচরণে ক্ষুব্ধ এলাকাবাসী। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) এসএম আফজাল হোসেন জানান, গৌরনদী উপজেলা সদরে ব্যাঙের ছাতার মতো ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠা করে চিকিৎসাসেবার নামে প্রতারণা করা হচ্ছে। গত ২ অক্টোবর গৌরনদীর অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টি সেন্টার বন্ধ করার জন্য বরিশাল সিভিল সার্জন অফিস থেকে ইউএনও ও গৌরনদী মডেল থানার ওসিকে চিঠি দেওয়া হয়। গতকাল পুলিশ ম্যাজিস্ট্রেট নিয়ে অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন ছয়টি প্রতিষ্ঠান বন্ধ করে দেন। সিল করা প্রতিষ্ঠানগুলো হলো— প্রতীক ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক, আল আরব ডায়াগনস্টিক সেন্টার, আনসার ডায়াগনস্টিক সেন্টার, মদিনা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক, সোনার বাংলা ডায়াগনস্টিক সেন্টার ও সেবা ডায়াগনস্টিক সেন্টার। স্থানীয়রা জানান, বন্ধ করে যাওয়ার পরই প্রতিষ্ঠানগুলোর মালিক পুনরায় কাজ শুরু করেন। দুপুরে সিল করা আল আরব ডায়াগনস্টিক সেন্টারের গিয়ে দেখা যায় গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশুতোষ গৌতম রোগী দেখছেন। এ ব্যাপারে আশুতোষ বলেন, ‘আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলমের অনুমতি নিয়ে এখানে বসেছি। ইউএনওর ভাষ্য, অবৈধ প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে বসতে অনুমতি দেওয়ার প্রশ্নই আসে না।
শিরোনাম
- গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত ৭৪০ জনেরও বেশি ফিলিস্তিনি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৬ জুলাই)
- শেষ মুহূর্তের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭
- নয়জনের দল নিয়েই বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
- মিশরে দুই মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত, আহত ১১
- তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
ইউএনওর সিল করা ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য কর্মকর্তার চেম্বার
গৌরনদী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর