শেরপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রুমান ৫৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল পেয়েছেন মাত্র ১৭৬ ভোট। জেলায় মোট ভোটার ছিল ৭৪২ জন। এর মধ্যে ৭৪১ জন ভোট প্রদান করেন এবং ২টি ভোট বাতিল হয়। ভোট থেকে বিরত থাকেন একজন ভোটার। ভোটের পার্থক্য নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। দলের প্রবীণ নেতা সাবেক সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আখতারুজ্জামান বলেছেন, এই যুবকের বিজয় শেরপুরে আওয়ামী লীগের রাজনীতির জন্য প্রয়োজন ছিল। এখানে এক নেতার কথায় সব চলে। ভোটাররা এখানে একনায়কতন্ত্রের বিরুদ্ধে অনাস্থা দিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে বিজয়ী করেছে। জেলা জাতীয় পার্টির সভাপতি ইলিয়াছ উদ্দিন জানিয়েছেন একজন চিহ্নিত নেতার হিংসার শিকার সবাই। ওই নেতার মনোনীত প্রার্থীর বিরুদ্ধে মতামত দেওয়ার সুযোগ ছিল বলেই ব্যালটের মাধ্যমে মানুষ জানিয়ে দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেছেন— দুজন একই দলের লোক। আর কোনো দলের প্রার্থী না থাকায় মানুষ সরাসরি আওয়ামী লীগকে ভোট না দিয়ে বিদ্রোহী প্রার্থীকে ভোট দিয়েছেন। নির্বাচনের ২/৩ দিন আগে থেকে সাধারণ মানুষের মুখে মুখে চলে আসে রুমানের নাম। দলের উল্লেখযোগ্য সংখ্যক নেতা-কর্মী প্রকাশ্যেই রুমানের পক্ষে অবস্থান নেন। আওয়ামী লীগের দুর্গ বলে খ্যাত ভোট কেন্দ্রগুলোতেও রুমানের সঙ্গে সরকারি দলের প্রার্থীর ভোটের পার্থক্য ছিল ৩-৪ গুণ। এদিকে নির্বাচনের দিন বিকাল থেকে দেশের সর্বকনিষ্ঠ ও ভোটের সংখ্যার দিকে থেকে দ্বিতীয় সর্বাধিক ভোট পাওয়া এই জেলা চেয়ারম্যানের পৌর এলাকার মীরগঞ্জ এলাকার বাড়িতে নেমেছে মানুষের ঢল। নবনির্বাচিত চেয়ারম্যানের ভাই যুবলীগ নেতা আলহাজ ইয়াবুব আলি জানিয়েছেন— মানুষের ভিড় প্রতিদিন বেড়েই চলছে।
শিরোনাম
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম