শেরপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রুমান ৫৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল পেয়েছেন মাত্র ১৭৬ ভোট। জেলায় মোট ভোটার ছিল ৭৪২ জন। এর মধ্যে ৭৪১ জন ভোট প্রদান করেন এবং ২টি ভোট বাতিল হয়। ভোট থেকে বিরত থাকেন একজন ভোটার। ভোটের পার্থক্য নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। দলের প্রবীণ নেতা সাবেক সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আখতারুজ্জামান বলেছেন, এই যুবকের বিজয় শেরপুরে আওয়ামী লীগের রাজনীতির জন্য প্রয়োজন ছিল। এখানে এক নেতার কথায় সব চলে। ভোটাররা এখানে একনায়কতন্ত্রের বিরুদ্ধে অনাস্থা দিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে বিজয়ী করেছে। জেলা জাতীয় পার্টির সভাপতি ইলিয়াছ উদ্দিন জানিয়েছেন একজন চিহ্নিত নেতার হিংসার শিকার সবাই। ওই নেতার মনোনীত প্রার্থীর বিরুদ্ধে মতামত দেওয়ার সুযোগ ছিল বলেই ব্যালটের মাধ্যমে মানুষ জানিয়ে দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেছেন— দুজন একই দলের লোক। আর কোনো দলের প্রার্থী না থাকায় মানুষ সরাসরি আওয়ামী লীগকে ভোট না দিয়ে বিদ্রোহী প্রার্থীকে ভোট দিয়েছেন। নির্বাচনের ২/৩ দিন আগে থেকে সাধারণ মানুষের মুখে মুখে চলে আসে রুমানের নাম। দলের উল্লেখযোগ্য সংখ্যক নেতা-কর্মী প্রকাশ্যেই রুমানের পক্ষে অবস্থান নেন। আওয়ামী লীগের দুর্গ বলে খ্যাত ভোট কেন্দ্রগুলোতেও রুমানের সঙ্গে সরকারি দলের প্রার্থীর ভোটের পার্থক্য ছিল ৩-৪ গুণ। এদিকে নির্বাচনের দিন বিকাল থেকে দেশের সর্বকনিষ্ঠ ও ভোটের সংখ্যার দিকে থেকে দ্বিতীয় সর্বাধিক ভোট পাওয়া এই জেলা চেয়ারম্যানের পৌর এলাকার মীরগঞ্জ এলাকার বাড়িতে নেমেছে মানুষের ঢল। নবনির্বাচিত চেয়ারম্যানের ভাই যুবলীগ নেতা আলহাজ ইয়াবুব আলি জানিয়েছেন— মানুষের ভিড় প্রতিদিন বেড়েই চলছে।
শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
শেরপুর জেলা পরিষদ নির্বাচন
চলছে নানা হিসাব-নিকাশ
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর