শেরপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রুমান ৫৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল পেয়েছেন মাত্র ১৭৬ ভোট। জেলায় মোট ভোটার ছিল ৭৪২ জন। এর মধ্যে ৭৪১ জন ভোট প্রদান করেন এবং ২টি ভোট বাতিল হয়। ভোট থেকে বিরত থাকেন একজন ভোটার। ভোটের পার্থক্য নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। দলের প্রবীণ নেতা সাবেক সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আখতারুজ্জামান বলেছেন, এই যুবকের বিজয় শেরপুরে আওয়ামী লীগের রাজনীতির জন্য প্রয়োজন ছিল। এখানে এক নেতার কথায় সব চলে। ভোটাররা এখানে একনায়কতন্ত্রের বিরুদ্ধে অনাস্থা দিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে বিজয়ী করেছে। জেলা জাতীয় পার্টির সভাপতি ইলিয়াছ উদ্দিন জানিয়েছেন একজন চিহ্নিত নেতার হিংসার শিকার সবাই। ওই নেতার মনোনীত প্রার্থীর বিরুদ্ধে মতামত দেওয়ার সুযোগ ছিল বলেই ব্যালটের মাধ্যমে মানুষ জানিয়ে দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেছেন— দুজন একই দলের লোক। আর কোনো দলের প্রার্থী না থাকায় মানুষ সরাসরি আওয়ামী লীগকে ভোট না দিয়ে বিদ্রোহী প্রার্থীকে ভোট দিয়েছেন। নির্বাচনের ২/৩ দিন আগে থেকে সাধারণ মানুষের মুখে মুখে চলে আসে রুমানের নাম। দলের উল্লেখযোগ্য সংখ্যক নেতা-কর্মী প্রকাশ্যেই রুমানের পক্ষে অবস্থান নেন। আওয়ামী লীগের দুর্গ বলে খ্যাত ভোট কেন্দ্রগুলোতেও রুমানের সঙ্গে সরকারি দলের প্রার্থীর ভোটের পার্থক্য ছিল ৩-৪ গুণ। এদিকে নির্বাচনের দিন বিকাল থেকে দেশের সর্বকনিষ্ঠ ও ভোটের সংখ্যার দিকে থেকে দ্বিতীয় সর্বাধিক ভোট পাওয়া এই জেলা চেয়ারম্যানের পৌর এলাকার মীরগঞ্জ এলাকার বাড়িতে নেমেছে মানুষের ঢল। নবনির্বাচিত চেয়ারম্যানের ভাই যুবলীগ নেতা আলহাজ ইয়াবুব আলি জানিয়েছেন— মানুষের ভিড় প্রতিদিন বেড়েই চলছে।
শিরোনাম
- আবারও প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন কমলা হ্যারিস
- ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার কোটি টাকা
- সোমবার ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ : ইসি সচিব
- অবশেষে চীন-ভারত সরাসরি ফ্লাইট চালু
- মালয়েশিয়ায় ট্রাম্পবিরোধী বিক্ষোভ
- সৌদিতে সাত দিনে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার
- শ্রীলঙ্কার দুই বিমানবালাকে মারধরের অভিযোগে সৌদি যুবক গ্রেফতার
- অ্যাঞ্জেলিক এয়ার ফ্রেশনারের নতুন দুই ভ্যারিয়েন্ট উন্মোচন
- যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচিত করতে হবে : মাসুদ সাঈদী
- যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার নতুন বাণিজ্যচুক্তি সই
- আবারও পাকিস্তান প্রধানমন্ত্রী-সেনাপ্রধানের ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প
- নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে লক্ষ্মীপুরে ছাত্রদলের আনন্দ মিছিল
- বাগেরহাটে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
- বাকসু নির্বাচনের দাবিতে অনশনে এক শিক্ষার্থী
- গৃহশিক্ষকসহ স্কুলছাত্রকে এসিড নিক্ষেপ: দুই যুবকের যাবজ্জীবন
- ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- নির্বাচন ছাড়া সংস্কার বাস্তবায়ন হবে না : জোনায়েদ সাকি
- সুন্দরবনে আগ্নেয়াস্ত্রসহ বনদস্যু বাহিনীর প্রধান আটক
- বগুড়ায় পৌর কর্মচারীদের মানববন্ধন
- ইরাকে তেলের খনিতে অগ্নিকাণ্ডে নিহত ২
শেরপুর জেলা পরিষদ নির্বাচন
চলছে নানা হিসাব-নিকাশ
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর