শেরপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রুমান ৫৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল পেয়েছেন মাত্র ১৭৬ ভোট। জেলায় মোট ভোটার ছিল ৭৪২ জন। এর মধ্যে ৭৪১ জন ভোট প্রদান করেন এবং ২টি ভোট বাতিল হয়। ভোট থেকে বিরত থাকেন একজন ভোটার। ভোটের পার্থক্য নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। দলের প্রবীণ নেতা সাবেক সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আখতারুজ্জামান বলেছেন, এই যুবকের বিজয় শেরপুরে আওয়ামী লীগের রাজনীতির জন্য প্রয়োজন ছিল। এখানে এক নেতার কথায় সব চলে। ভোটাররা এখানে একনায়কতন্ত্রের বিরুদ্ধে অনাস্থা দিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে বিজয়ী করেছে। জেলা জাতীয় পার্টির সভাপতি ইলিয়াছ উদ্দিন জানিয়েছেন একজন চিহ্নিত নেতার হিংসার শিকার সবাই। ওই নেতার মনোনীত প্রার্থীর বিরুদ্ধে মতামত দেওয়ার সুযোগ ছিল বলেই ব্যালটের মাধ্যমে মানুষ জানিয়ে দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেছেন— দুজন একই দলের লোক। আর কোনো দলের প্রার্থী না থাকায় মানুষ সরাসরি আওয়ামী লীগকে ভোট না দিয়ে বিদ্রোহী প্রার্থীকে ভোট দিয়েছেন। নির্বাচনের ২/৩ দিন আগে থেকে সাধারণ মানুষের মুখে মুখে চলে আসে রুমানের নাম। দলের উল্লেখযোগ্য সংখ্যক নেতা-কর্মী প্রকাশ্যেই রুমানের পক্ষে অবস্থান নেন। আওয়ামী লীগের দুর্গ বলে খ্যাত ভোট কেন্দ্রগুলোতেও রুমানের সঙ্গে সরকারি দলের প্রার্থীর ভোটের পার্থক্য ছিল ৩-৪ গুণ। এদিকে নির্বাচনের দিন বিকাল থেকে দেশের সর্বকনিষ্ঠ ও ভোটের সংখ্যার দিকে থেকে দ্বিতীয় সর্বাধিক ভোট পাওয়া এই জেলা চেয়ারম্যানের পৌর এলাকার মীরগঞ্জ এলাকার বাড়িতে নেমেছে মানুষের ঢল। নবনির্বাচিত চেয়ারম্যানের ভাই যুবলীগ নেতা আলহাজ ইয়াবুব আলি জানিয়েছেন— মানুষের ভিড় প্রতিদিন বেড়েই চলছে।
শিরোনাম
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
শেরপুর জেলা পরিষদ নির্বাচন
চলছে নানা হিসাব-নিকাশ
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর