তিন বছরের কমিটি দিয়ে ১৫ বছর পার করেছে মহিলা আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলার দুই সাংগঠনিক কমিটি। ইতিমধ্যে শেষ হয়েছে উত্তর জেলা কমিটির মেয়াদও। নেই নগরীর বিভিন্ন থানা, ওয়ার্ড ও ১৪টি উপজেলা মহিলা আওয়ামী লীগের কমিটি। নিয়মিত কমিটি না থাকায় আওয়ামী লীগের সহযোগী এ সংগঠনের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। সভা-সমাবেশে মহিলা আওয়ামী লীগের দায়িত্বশীল নেত্রীদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও কর্মীসংখ্যা থাকে নগণ্য। উপজেলায় মহিলা আওয়ামী লীগের উদ্যোগে হয় না পৃথক সভা-সমাবেশ। অভিযোগ উঠেছে, মহিলা আওয়ামী লীগ নেত্রীদের মধ্যে পদ আঁকড়ে রাখার প্রবণতা রয়েছে। যে কারণে বছরের পর বছর পেরিয়ে গেলেও নতুন কমিটি গঠনে তোড়জোড় নেই। এ নিয়ে মেয়াদোত্তীর্ণ সংগঠনগুলোর নেত্রীদের মধ্যেও আছে ক্ষোভ। পদপ্রত্যাশীরা মনে করছেন, দীর্ঘ সময় সম্মেলন না হওয়ায় তারা পদবঞ্চিত হচ্ছেন। উত্তর, দক্ষিণ জেলা ও নগর মহিলা আওয়ামী লীগের দায়িত্বশীল নেত্রীদের ‘দায়িত্বহীনতা’র কারণে থানা ও উপজেলা কমিটি হয়নি বলে অভিযোগ তৃণমূলের। নগর সভানেত্রী নিয়েও রয়েছে নানা প্রশ্ন। সভানেত্রী নিলুফার কায়সার মারা যাওয়ার পর জ্যেষ্ঠতা না মেনে হাসিনা মহিউদ্দিন নিজেকে সভানেত্রী বলে দাবি করে আসছেন। নিলুফার কায়সারের মৃত্যুর পর থেকে সিনিয়র সহসভানেত্রী নমিতা আইচের নেতৃত্বে আরেকটি গ্রুপও সক্রিয় আছে। মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শিরীন রুখসানা বলেন, কেন্দ্রীয় সম্মেলনের আগেই মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো গঠনের জন্য নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হচ্ছে। চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন বলেন, ‘সম্মেলন করার জন্য কেন্দ্র থেকে বলা হয়েছে। প্রস্তুতিও নিচ্ছি। তবে কেন্দ্রীয় সম্মেলনের বিষয়ে এখনো কোনো চিঠি পাইনি।’ উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাসন্তি প্রভা পালিত বলেন, ‘কেন্দ্র থেকে বলা হয়েছে উত্তর জেলা কমিটি এখন করবেন না। দক্ষিণ ও মহানগর করা হবে। উত্তরের সব কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।’ দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মান্নান বলেন, ‘কেন্দ্রীয় সম্মেলনের আগে উপজেলা কমিটিগুলো করা সম্ভব হবে না। তবে জেলা সম্মেলনের প্রস্তুতি চলছে।’ একই কমিটির সাধারণ সম্পাদক চেমন আরা তৈয়বের ভাষ্য, ‘উপজেলা মহিলা আওয়ামী লীগের কমিটি হয়ে গেছে।’ দলীয় সূত্র জানায়, সম্মেলনের মাধ্যমে ২০১৩ সালের ১৩ এপ্রিল গঠিত হয় চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের কমিটি। এ কমিটির সভাপতি দিলুয়ারা ইউসুফ ও সাধারণ সম্পাদক বাসন্তি প্রভা পালিতের নেতৃত্বে রয়েছে পূর্ণাঙ্গ কমিটি। তবে এ কমিটির দু-এক জন ছাড়া বাকিদের দেখা যায় না। এ ইউনিটের আওতায় সাত উপজেলা ও দুটি প্রথম শ্রেণির পৌরসভার অধিকাংশেই কমিটি নেই। এ ছাড়া ১৯৯৮ সালে চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগের সর্বশেষ কমিটি গঠিত হয়। আর ২০০৪ সালে গঠিত হয়েছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি।
শিরোনাম
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা