তিন বছরের কমিটি দিয়ে ১৫ বছর পার করেছে মহিলা আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলার দুই সাংগঠনিক কমিটি। ইতিমধ্যে শেষ হয়েছে উত্তর জেলা কমিটির মেয়াদও। নেই নগরীর বিভিন্ন থানা, ওয়ার্ড ও ১৪টি উপজেলা মহিলা আওয়ামী লীগের কমিটি। নিয়মিত কমিটি না থাকায় আওয়ামী লীগের সহযোগী এ সংগঠনের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। সভা-সমাবেশে মহিলা আওয়ামী লীগের দায়িত্বশীল নেত্রীদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও কর্মীসংখ্যা থাকে নগণ্য। উপজেলায় মহিলা আওয়ামী লীগের উদ্যোগে হয় না পৃথক সভা-সমাবেশ। অভিযোগ উঠেছে, মহিলা আওয়ামী লীগ নেত্রীদের মধ্যে পদ আঁকড়ে রাখার প্রবণতা রয়েছে। যে কারণে বছরের পর বছর পেরিয়ে গেলেও নতুন কমিটি গঠনে তোড়জোড় নেই। এ নিয়ে মেয়াদোত্তীর্ণ সংগঠনগুলোর নেত্রীদের মধ্যেও আছে ক্ষোভ। পদপ্রত্যাশীরা মনে করছেন, দীর্ঘ সময় সম্মেলন না হওয়ায় তারা পদবঞ্চিত হচ্ছেন। উত্তর, দক্ষিণ জেলা ও নগর মহিলা আওয়ামী লীগের দায়িত্বশীল নেত্রীদের ‘দায়িত্বহীনতা’র কারণে থানা ও উপজেলা কমিটি হয়নি বলে অভিযোগ তৃণমূলের। নগর সভানেত্রী নিয়েও রয়েছে নানা প্রশ্ন। সভানেত্রী নিলুফার কায়সার মারা যাওয়ার পর জ্যেষ্ঠতা না মেনে হাসিনা মহিউদ্দিন নিজেকে সভানেত্রী বলে দাবি করে আসছেন। নিলুফার কায়সারের মৃত্যুর পর থেকে সিনিয়র সহসভানেত্রী নমিতা আইচের নেতৃত্বে আরেকটি গ্রুপও সক্রিয় আছে। মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শিরীন রুখসানা বলেন, কেন্দ্রীয় সম্মেলনের আগেই মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো গঠনের জন্য নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হচ্ছে। চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন বলেন, ‘সম্মেলন করার জন্য কেন্দ্র থেকে বলা হয়েছে। প্রস্তুতিও নিচ্ছি। তবে কেন্দ্রীয় সম্মেলনের বিষয়ে এখনো কোনো চিঠি পাইনি।’ উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাসন্তি প্রভা পালিত বলেন, ‘কেন্দ্র থেকে বলা হয়েছে উত্তর জেলা কমিটি এখন করবেন না। দক্ষিণ ও মহানগর করা হবে। উত্তরের সব কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।’ দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মান্নান বলেন, ‘কেন্দ্রীয় সম্মেলনের আগে উপজেলা কমিটিগুলো করা সম্ভব হবে না। তবে জেলা সম্মেলনের প্রস্তুতি চলছে।’ একই কমিটির সাধারণ সম্পাদক চেমন আরা তৈয়বের ভাষ্য, ‘উপজেলা মহিলা আওয়ামী লীগের কমিটি হয়ে গেছে।’ দলীয় সূত্র জানায়, সম্মেলনের মাধ্যমে ২০১৩ সালের ১৩ এপ্রিল গঠিত হয় চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের কমিটি। এ কমিটির সভাপতি দিলুয়ারা ইউসুফ ও সাধারণ সম্পাদক বাসন্তি প্রভা পালিতের নেতৃত্বে রয়েছে পূর্ণাঙ্গ কমিটি। তবে এ কমিটির দু-এক জন ছাড়া বাকিদের দেখা যায় না। এ ইউনিটের আওতায় সাত উপজেলা ও দুটি প্রথম শ্রেণির পৌরসভার অধিকাংশেই কমিটি নেই। এ ছাড়া ১৯৯৮ সালে চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগের সর্বশেষ কমিটি গঠিত হয়। আর ২০০৪ সালে গঠিত হয়েছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি।
শিরোনাম
- মোংলায় পুষ্টি, স্বাস্থ্যবিধি ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম
- রংপুরে দুই ক্লিনিকের অপারেশন থিয়েটার ও একটি ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা
- দেশব্যাপী চলছে ওয়ালটনের আইটি ফেয়ার, পণ্য ক্রয়ে থাকছে বিশেষ সুবিধা
- মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করতে নতুন অধ্যাদেশ অনুমোদন
- রাজধানীর সবুজবাগ থেকে বিদেশি রিভলবার ও গুলিসহ গ্রেফতার ১
- পূর্ব জেরুজালেমে নতুন ১৩০০ বসতি নির্মাণের অনুমোদন ইসরায়েলের
- বাড়ির সব কাজ করে দেবে ২০ হাজার ডলারের হিউম্যানয়েড রোবট ‘নিও’
- এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর
- মুম্বাইয়ে নিরাপদে উদ্ধার জিম্মির শিকার ২০ শিশু, সন্দেহভাজন আটক
- বগুড়ায় ক্ষুদ্র ও কুটির শিল্পমেলা বন্ধ ঘোষণা প্রশাসনের
- ‘ব্রির অর্জন ও অগ্রগতি: তারুণ্যের অংশগ্রহণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহিতার আওতায় আনা হবে : শিক্ষা উপদেষ্টা
- বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ায় দেশদ্রোহিতার মামলা হচ্ছে, বিপাকে কংগ্রেস নেতারা
- শার্শায় ছাত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
- শরীয়তপুরে কৃষি প্রণোদনা পেলেন ৩৪২৫ কৃষক
- রুশ তেল কেনা বন্ধ করল ভারতের রাষ্ট্রীয় কোম্পানি
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৯২৮
- রেজিমেন্ট অব আর্টিলারি ও আর্মি এয়ার ডিফেন্স কোরের অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
- বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন হবে: দুদু
- কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে সরকার
তিন বছরের কমিটি দিয়ে ১৫ বছর পার
চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগ
নিজস্ব প্রতিদেবক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
শিক্ষার্থীদের সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিবির সভাপতির
৩৫ মিনিট আগে | ক্যাম্পাস
বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ায় দেশদ্রোহিতার মামলা হচ্ছে, বিপাকে কংগ্রেস নেতারা
১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম