তিন বছরের কমিটি দিয়ে ১৫ বছর পার করেছে মহিলা আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলার দুই সাংগঠনিক কমিটি। ইতিমধ্যে শেষ হয়েছে উত্তর জেলা কমিটির মেয়াদও। নেই নগরীর বিভিন্ন থানা, ওয়ার্ড ও ১৪টি উপজেলা মহিলা আওয়ামী লীগের কমিটি। নিয়মিত কমিটি না থাকায় আওয়ামী লীগের সহযোগী এ সংগঠনের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। সভা-সমাবেশে মহিলা আওয়ামী লীগের দায়িত্বশীল নেত্রীদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও কর্মীসংখ্যা থাকে নগণ্য। উপজেলায় মহিলা আওয়ামী লীগের উদ্যোগে হয় না পৃথক সভা-সমাবেশ। অভিযোগ উঠেছে, মহিলা আওয়ামী লীগ নেত্রীদের মধ্যে পদ আঁকড়ে রাখার প্রবণতা রয়েছে। যে কারণে বছরের পর বছর পেরিয়ে গেলেও নতুন কমিটি গঠনে তোড়জোড় নেই। এ নিয়ে মেয়াদোত্তীর্ণ সংগঠনগুলোর নেত্রীদের মধ্যেও আছে ক্ষোভ। পদপ্রত্যাশীরা মনে করছেন, দীর্ঘ সময় সম্মেলন না হওয়ায় তারা পদবঞ্চিত হচ্ছেন। উত্তর, দক্ষিণ জেলা ও নগর মহিলা আওয়ামী লীগের দায়িত্বশীল নেত্রীদের ‘দায়িত্বহীনতা’র কারণে থানা ও উপজেলা কমিটি হয়নি বলে অভিযোগ তৃণমূলের। নগর সভানেত্রী নিয়েও রয়েছে নানা প্রশ্ন। সভানেত্রী নিলুফার কায়সার মারা যাওয়ার পর জ্যেষ্ঠতা না মেনে হাসিনা মহিউদ্দিন নিজেকে সভানেত্রী বলে দাবি করে আসছেন। নিলুফার কায়সারের মৃত্যুর পর থেকে সিনিয়র সহসভানেত্রী নমিতা আইচের নেতৃত্বে আরেকটি গ্রুপও সক্রিয় আছে। মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শিরীন রুখসানা বলেন, কেন্দ্রীয় সম্মেলনের আগেই মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো গঠনের জন্য নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হচ্ছে। চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন বলেন, ‘সম্মেলন করার জন্য কেন্দ্র থেকে বলা হয়েছে। প্রস্তুতিও নিচ্ছি। তবে কেন্দ্রীয় সম্মেলনের বিষয়ে এখনো কোনো চিঠি পাইনি।’ উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাসন্তি প্রভা পালিত বলেন, ‘কেন্দ্র থেকে বলা হয়েছে উত্তর জেলা কমিটি এখন করবেন না। দক্ষিণ ও মহানগর করা হবে। উত্তরের সব কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।’ দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মান্নান বলেন, ‘কেন্দ্রীয় সম্মেলনের আগে উপজেলা কমিটিগুলো করা সম্ভব হবে না। তবে জেলা সম্মেলনের প্রস্তুতি চলছে।’ একই কমিটির সাধারণ সম্পাদক চেমন আরা তৈয়বের ভাষ্য, ‘উপজেলা মহিলা আওয়ামী লীগের কমিটি হয়ে গেছে।’ দলীয় সূত্র জানায়, সম্মেলনের মাধ্যমে ২০১৩ সালের ১৩ এপ্রিল গঠিত হয় চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের কমিটি। এ কমিটির সভাপতি দিলুয়ারা ইউসুফ ও সাধারণ সম্পাদক বাসন্তি প্রভা পালিতের নেতৃত্বে রয়েছে পূর্ণাঙ্গ কমিটি। তবে এ কমিটির দু-এক জন ছাড়া বাকিদের দেখা যায় না। এ ইউনিটের আওতায় সাত উপজেলা ও দুটি প্রথম শ্রেণির পৌরসভার অধিকাংশেই কমিটি নেই। এ ছাড়া ১৯৯৮ সালে চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগের সর্বশেষ কমিটি গঠিত হয়। আর ২০০৪ সালে গঠিত হয়েছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি।
শিরোনাম
- কুয়ালালামপুরে অভিযানে বাংলাদেশিসহ আটক ১২৪ অভিবাসী
- সবুজে মোড়া বরজ, তবুও হতাশা কাটছে না পান চাষিদের
- শ্রম আইন সংশোধনকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র
- গোপালগঞ্জে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ
- সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ১২ একর জমি জব্দ
- রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান
- তাপস ও তার সন্তানদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে মধ্যরাত থেকে ভোটার নিবন্ধন শুরু
- ‘পুলিশ ও সিভিল প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী, ব্যক্তিগত নয়’
- চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদের সম্পত্তি ক্রোক
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ
- ভোলার প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমান আর নেই
- সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
- নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আইসিইউতে ৪১ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
- ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি : ফখরুল
- রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার
- ‘খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে’
- চুয়াডাঙ্গায় আট দফা দাবিতে নার্সদের স্মারকলিপি প্রদান
তিন বছরের কমিটি দিয়ে ১৫ বছর পার
চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগ
নিজস্ব প্রতিদেবক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর