তিন বছরের কমিটি দিয়ে ১৫ বছর পার করেছে মহিলা আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলার দুই সাংগঠনিক কমিটি। ইতিমধ্যে শেষ হয়েছে উত্তর জেলা কমিটির মেয়াদও। নেই নগরীর বিভিন্ন থানা, ওয়ার্ড ও ১৪টি উপজেলা মহিলা আওয়ামী লীগের কমিটি। নিয়মিত কমিটি না থাকায় আওয়ামী লীগের সহযোগী এ সংগঠনের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। সভা-সমাবেশে মহিলা আওয়ামী লীগের দায়িত্বশীল নেত্রীদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও কর্মীসংখ্যা থাকে নগণ্য। উপজেলায় মহিলা আওয়ামী লীগের উদ্যোগে হয় না পৃথক সভা-সমাবেশ। অভিযোগ উঠেছে, মহিলা আওয়ামী লীগ নেত্রীদের মধ্যে পদ আঁকড়ে রাখার প্রবণতা রয়েছে। যে কারণে বছরের পর বছর পেরিয়ে গেলেও নতুন কমিটি গঠনে তোড়জোড় নেই। এ নিয়ে মেয়াদোত্তীর্ণ সংগঠনগুলোর নেত্রীদের মধ্যেও আছে ক্ষোভ। পদপ্রত্যাশীরা মনে করছেন, দীর্ঘ সময় সম্মেলন না হওয়ায় তারা পদবঞ্চিত হচ্ছেন। উত্তর, দক্ষিণ জেলা ও নগর মহিলা আওয়ামী লীগের দায়িত্বশীল নেত্রীদের ‘দায়িত্বহীনতা’র কারণে থানা ও উপজেলা কমিটি হয়নি বলে অভিযোগ তৃণমূলের। নগর সভানেত্রী নিয়েও রয়েছে নানা প্রশ্ন। সভানেত্রী নিলুফার কায়সার মারা যাওয়ার পর জ্যেষ্ঠতা না মেনে হাসিনা মহিউদ্দিন নিজেকে সভানেত্রী বলে দাবি করে আসছেন। নিলুফার কায়সারের মৃত্যুর পর থেকে সিনিয়র সহসভানেত্রী নমিতা আইচের নেতৃত্বে আরেকটি গ্রুপও সক্রিয় আছে। মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শিরীন রুখসানা বলেন, কেন্দ্রীয় সম্মেলনের আগেই মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো গঠনের জন্য নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হচ্ছে। চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন বলেন, ‘সম্মেলন করার জন্য কেন্দ্র থেকে বলা হয়েছে। প্রস্তুতিও নিচ্ছি। তবে কেন্দ্রীয় সম্মেলনের বিষয়ে এখনো কোনো চিঠি পাইনি।’ উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাসন্তি প্রভা পালিত বলেন, ‘কেন্দ্র থেকে বলা হয়েছে উত্তর জেলা কমিটি এখন করবেন না। দক্ষিণ ও মহানগর করা হবে। উত্তরের সব কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।’ দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মান্নান বলেন, ‘কেন্দ্রীয় সম্মেলনের আগে উপজেলা কমিটিগুলো করা সম্ভব হবে না। তবে জেলা সম্মেলনের প্রস্তুতি চলছে।’ একই কমিটির সাধারণ সম্পাদক চেমন আরা তৈয়বের ভাষ্য, ‘উপজেলা মহিলা আওয়ামী লীগের কমিটি হয়ে গেছে।’ দলীয় সূত্র জানায়, সম্মেলনের মাধ্যমে ২০১৩ সালের ১৩ এপ্রিল গঠিত হয় চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের কমিটি। এ কমিটির সভাপতি দিলুয়ারা ইউসুফ ও সাধারণ সম্পাদক বাসন্তি প্রভা পালিতের নেতৃত্বে রয়েছে পূর্ণাঙ্গ কমিটি। তবে এ কমিটির দু-এক জন ছাড়া বাকিদের দেখা যায় না। এ ইউনিটের আওতায় সাত উপজেলা ও দুটি প্রথম শ্রেণির পৌরসভার অধিকাংশেই কমিটি নেই। এ ছাড়া ১৯৯৮ সালে চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগের সর্বশেষ কমিটি গঠিত হয়। আর ২০০৪ সালে গঠিত হয়েছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি।
শিরোনাম
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
- মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে: এ্যানি
- রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
- নিয়ন্ত্রণ হারিয়ে শপিং কমপ্লেক্সে অটোরিকশা, আহত ২
- চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় নারীর মৃত্যু, আহত ২
- পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১১
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- বিশ্বের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
তিন বছরের কমিটি দিয়ে ১৫ বছর পার
চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগ
নিজস্ব প্রতিদেবক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
৩৯ সেকেন্ড আগে | জাতীয়
‘সিইও অব দ্য ইয়ার–২০২৫’ পুরস্কারে ভূষিত সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন
২৬ মিনিট আগে | কর্পোরেট কর্নার
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনাসদস্যদের সংবর্ধনা ও পদক প্রদান
৩৫ মিনিট আগে | জাতীয়