মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

নারায়ণগঞ্জে তিনজনসহ বিভিন্ন স্থানে নিহত ৮

প্রতিদিন ডেস্ক

নারায়ণগঞ্জে তিনজনসহ বিভিন্ন স্থানে নিহত ৮

নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। চট্টগ্রামে বিয়ের গাড়ি উল্টে এক নারীসহ মারা গেছেন দুজন। এছাড়া রংপুর, শেরপুর ও ময়মনসিংহের ভালুকায় সড়কে প্রাণ হারিয়েছেন তিনজন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর—

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁদমারী এলাকায় গতকাল বিকালে ঢাকাগামী একটি ট্রাক মাঝ বরাবর ভেঙে গেলে এর চালক নিহত হন। ট্রাকটিতে অতিরিক্ত মাল বোঝাইয়ের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। এর আগে সকালে ফতুল্লা মডেল থানার সামনে বোরাক পরিবহনের বাসের চাপায় চাঁন বানু নামে নারীর মৃত্যু ঘটে। চাঁন বানু ফতুল্লার চর বক্তাবলীর দেলোয়ার হোসেনের স্ত্রী। এছাড়া রবিবার রাতে ফতুল্লায় ট্রাকচাপায় মারা গেছেন মুসা নামে এক মোটরসাইকেল আরোহী। তিনি ঢাকা পোস্তগোলার ইউনুস মিয়ার ছেলে। চট্টগ্রাম : চন্দনাইশ উপজেলায় বিয়ের গাড়ি উল্টে সোমা চৌধুরী নামের এক নারী নিহত হয়েছেন। কনে নিয়ে চট্টগ্রাম শহরে আসার সময় উপজেলার কসাই পাড়া নামক স্থানে গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া রামুতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত খায়রুল আলম মবিন নামের এক ব্যক্তিকে গতকাল চট্টগ্রাম মেডিকেলে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  রংপুর : পীরগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এনজিওকর্মী নার্গিস সুলতানা নিহত হয়েছেন। এ সময় আহত হন তার স্বামী স্কুলশিক্ষক মাহবুবুর রহমান। তাকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। শেরপুর : শ্রীবরদীতে মাইক্রোবাসের ধাক্কায় আতিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পৌর শহরের উত্তর শ্রীবরদী গ্রামে গতকাল এ ঘটনা ঘটে। নিহত আতিয়া ওই গ্রামের আবু তালেবের মেয়ে ও নার্সারি শ্রেণির ছাত্রী ছিল। ভালুকা : ময়মনসিংহের ভালুকার মাস্টাবাড়ি নামক স্থানে গতকাল বাস-ট্রাক সংঘর্ষে এক গার্মেন্ট শ্রমিক নিহত ও ১৫ জন আহত হয়েছেন। শাহিনা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রহিম মিয়ার স্ত্রী। দুর্ঘটনার সময় গার্মেন্ট শ্রমিকবাহী বাসটি মাওনা থেকে কারখানায় আসছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর